শক্তি মন্ডলের আর শক্তির অবশিষ্ট নেই,তিনি আজ মন থেকেই পরাজয় স্বীকার করে নিয়েছেন এক অলৌকিক ও অস্বাভাবিক শক্তির কাছে। না__ তিনি কোন বৃহত্তর যোদ্ধা নয়,বা বড় শক্তিশালী কোন ব্যাক্তি ও নয় তিনি এক দরিদ্র পরিবারের সন্তান।চরণদাসচক বাস স…
শক্তি মন্ডলের আর শক্তির অবশিষ্ট নেই,তিনি আজ মন থেকেই পরাজয় স্বীকার করে নিয়েছেন এক অলৌকিক ও অস্বাভাবিক শক্তির কাছে। না__ তিনি কোন বৃহত্তর যোদ্ধা নয়,বা বড় শক্তিশালী কোন ব্যাক্তি ও নয় তিনি এক দরিদ্র পরিবারের সন্তান।চরণদাসচক বাস স্টপেজে রয়েছে তার একটি ছোট্ট চায়ের দোকান,সেখানেই যা রোজগার হয় তা দিয়েই চলে তার সংসার, কিন্তু বিগত ছয় মাস ধরেই তিনি এক অলৌকিক শক্তির সাথে যুদ্ধ করে যাচ্ছেন, কখনো রাত্রি ঘুমিয়ে থাকা অবস্থায় মশারিতে লেগে যাচ্ছে আগুন, বাড়ির ছোট বৌমার কাপড়ে লেগে যাচ্ছে আগুন , না এই আগুন কোন জলকে ও পরোয়া করেনা এই আগুন জলের উপরে কোন আবর্জনাতে ও হঠাৎই লেগে যাচ্ছে আগুন। কিন্তু এই আগুনের উৎস কি বা কোথা থেকে আসছে এই আগুন কোন সূত্র খুঁজে পাচ্ছেনা এই পরিবার। এটি অলৌকিক আবার কেউ বলছেন এর কোন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা থাকতে পারে, আবার কেউবা বলছেন এটি কোন মিথেন গ্যাসের উৎপত্তির কারণেই এই ধরনের ঘটনা ঘটছে, প্রকৃত ঘটনার সদুত্তর খুঁজে পাচ্ছে না প্রতিবেশীরা ও। আজ ছয় মাস ধরে সপ্তাহে বা 15 দিন অন্তর এই ধরনের ঘটনা ঘটেই চলেছে তার পরিবারে। এ পর্যন্তই এই পরিবার কুড়ি খানা মশারি পূড়েই ফেলেছেন।বাড়ির পিছনের গোয়াল ঘর সার্বিকভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। গরু গুলিকে তিনি বিক্রি করে দিয়েছেন। পরিবারের সদস্যরা পালা করে ঘুমাচ্ছেন বাড়িতে।এই চরম পরিস্থিতি থেকে কবে রক্ষা পাবে এই পরিবার। যেকোনো সময় ঘটে যেতে পারে চরম বিপদ, ভয়ে সন্ত্রস্ত আজ এই পরিবারের প্রত্যেক সদস্য।
No comments