Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুয়ারের সরকার Ration Card সমস্যা নিয়ে কী করবেন

১. নতুন রেশন কার্ডের ক্ষেত্রে 3U ফর্ম ফিলাপ করতে হবে। Documents: আধার কার্ড, ভোটার কার্ড ও ফোন নং।২.পরিবারের কিছু জন কার্ড পেয়েছেন,কিছু জন পাননি সেক্ষেত্রে 4U ফর্ম ফিলাপ করতে হবে। Documents: পরিবারের সকলের আধার কার্ড, রেশন কার্ডে…

 





১. নতুন রেশন কার্ডের ক্ষেত্রে 3U ফর্ম ফিলাপ করতে হবে। 

Documents: আধার কার্ড, ভোটার কার্ড ও ফোন নং।

২.পরিবারের কিছু জন কার্ড পেয়েছেন,কিছু জন পাননি সেক্ষেত্রে 4U ফর্ম ফিলাপ করতে হবে। 

Documents: পরিবারের সকলের আধার কার্ড, রেশন কার্ডের জেরক্স। যার আসেনি তার আধার কার্ডের জেরক্স লাগবে।

৩.নাম,ঠিকানা সংশোধনের ক্ষেত্রে 5U ফর্ম ফিলাপ করতে হবে।

Documents: আধার কার্ড,ভোটার কার্ড,রেশন কার্ডের জেরক্স।

৪. রেশন দোকান পরিবর্তনের ক্ষেত্রে 6U ফর্ম ফিলাপ করতে হবে। 

Documents: আধার কার্ড ও রেশন কার্ডের জেরক্স। 

৫. কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে 9U ফর্ম ফিলাপ করতে হবে। 

Documents:GD/FIR কপি,আধার কার্ড। 

status এ কার্ড হয়ে গেছে দেখলে 9U ফর্ম ফিলাপ করতে হবে। 

স্বাস্থ্যসাথী

১. গত বছর আবেদন করে থাকলে সেই স্লিপের জেরক্স ও আধার কার্ডের জেরক্স দিয়ে এবছর আবেদন করতে হবে। আবেদনকারী ও আধার কার্ড এক হতে হবে। 

২. এবছর নতুন আবেদন করলে পরিবারের বৌমা অথবা মেয়ের নাম প্রথম হতে হবে। 

৩.একটি পরিবারে একটি মাত্র কার্ড হবে।

৪.কার্ডে নতুন নাম সংযোজন করতে গেলে ফর্ম A ফিলাপ করতে হবে। কার্ডের জেরক্স, সকলের আধার কার্ডের জেরক্স ও যার নাম সংযোজন হবে তার আধার কার্ডের জেরক্স লাগবে। সব নিয়ে D.M অফিস গিয়ে সংযোজন করতে হবে। 

৫. স্বাস্থ্যসাথী কার্ড স্বেচ্ছায় বাতিল করতে চাইলে ফর্ম D ফিলাপ করতে হবে।

লক্ষ্মী ভান্ডার

১. ২৫ থেকে ৬০ (১.১.২০২১)বছরের মধ্যে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে সবাই আবেদন করতে পারবে।

২. যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই কিন্তু গতবছর আবেদন করেছিলেন তারা সেই স্লিপের জেরক্স দিয়ে আবেদন করতে পারবেন।

 ৩.আধার কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স ,দুই কপি কালার পাসপোর্ট সাইজের ছবি,ব্যাঙ্কের পাশবুকের প্রথম পাতার জেরক্স। 

৪. সব রকম অ্যাকাউন্ট থাকলেই আবেদন করতে পারবে। 

৫.পোস্ট অফিস এবং কো অপারেটিভ ব্যাঙ্কের অ্যাকাউন্ট চলবে না।

মানবিক

১. মানবিকের ক্ষেত্রে ৪০% প্রতিবন্ধী হতে হবে।

২.হ্যান্ডিক্যাপড্ সার্টিফিকেট,ব্যাঙ্কের পাশবুকের জেরক্স, ফটো,Residential cum Income certificate, আধার কার্ডের জেরক্স ও ডিজিটাল রেশন কার্ডের জেরক্স। 

জয় বাংলা 

১. বার্ধক্য ভাতার ক্ষেত্রে ৬০ বছরের ওপর বয়স হতে হবে। 

২. ২৫ বছরের পর থেকেই বিধবা ভাতার আবেদন করা যাবে।

৩. দুই ক্ষেত্রেই আধার,ভোটার ও পাশবুকের  জেরক্স, ফটো,Residential cum Income সার্টিফিকেট লাগবে।

৪. Income ১,০০০ টাকার মধ্যে হতে হবে। 

৫. বিধবা ভাতার ক্ষেত্রে Dead Certificate এর জেরক্স লাগবে। 

জয় জোহর

১. SC,ST সার্টিফিকেট আবশ্যিক।

২. আধার কার্ড জেরক্স, ভোটের কার্ড জেরক্স, ফটো,পাশ বুকের জেরক্স। 

স্টুডেন্ট ক্রেডিট কার্ড 

১.ছাত্র বা ছাত্রীকে ১০ বছরের বাসিন্দা হতে হবে অথবা Self Declaration আবশ্যিক।

২. যদি কেউ অনলাইন Apply করে থাকে তাহলে তাকে দুয়ারে সরকারে  Apply করতে হবে। 

৩. সকল Documents Submit করতে হবে Education Department কে।

No comments