চন্দন কি চলে যেতে পারে একা একা কাউকে গন্ধ না দিয়ে ।হৃদয় কি হৃদয়হীন হতে পারে বলোকোন হৃদয় না ছুঁয়ে।।ঘট না হলে কি পুজো হয় কোন দিনচলে সন্ধ্যা আরতী ।জীবনতো প্রেমের মন্দির এস দুইজনে টানি প্রনয় কাব্যের ইতি।চাঁদ ডুবে গেলে বিষণ্…
চন্দন কি চলে যেতে পারে একা একা
কাউকে গন্ধ না দিয়ে ।
হৃদয় কি হৃদয়হীন হতে পারে বলো
কোন হৃদয় না ছুঁয়ে।
।
ঘট না হলে কি পুজো হয় কোন দিন
চলে সন্ধ্যা আরতী ।
জীবনতো প্রেমের মন্দির
এস দুইজনে টানি প্রনয় কাব্যের ইতি।
চাঁদ ডুবে গেলে
বিষণ্ণ রাত্রির চোখে নামবে জল।
ওষ্ঠ ছুঁয়ে একবার বলো ভালোবাসি
আমার কবিতা হোক অমর উজ্জ্বল।
No comments