Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের প্রথম কাব্যগ্রন্থমেলার উদ্বোধন করলেন বিধায়ক- তিলক

মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে লোককৃতি, লোকপথ,অপরা এবং চেতনার রং পত্রিকার উদ্যোগে আয়োজিত পশ্চিমবঙ্গের তথা  ভারতবর্ষের প্রথম কাব্যগ্রন্থমেলায় আমার এগারোতম কাব্য   সন্তান চোখেরাও ভুলে গেছে শুদ্ধ উঁকি ভূমিষ্ঠ হল আমার অন্যতম প্রিয় কব…

 






মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে লোককৃতি, লোকপথ,অপরা এবং চেতনার রং পত্রিকার উদ্যোগে আয়োজিত পশ্চিমবঙ্গের তথা  ভারতবর্ষের প্রথম কাব্যগ্রন্থমেলায় আমার এগারোতম কাব্য   সন্তান চোখেরাও ভুলে গেছে শুদ্ধ উঁকি ভূমিষ্ঠ হল আমার অন্যতম প্রিয় কবি সৌমিত বসুর করকমলে । এই বইটি উৎসর্গ করেছি আমার কাব্যগুরু কবি #আশিস_মিশ্র-কে  । প্রকাশক : কবিতিকা-র কমলেশ নন্দ দা। প্রচ্ছদ : আমার অন্যতম প্রিয় ছাত্র  সৌরব্রত। উক্ত  কাব্যগ্রন্থ মেলার উদ্যোক্তা  কবি হরপ্রসাদ সাহু , কবি ড. নীলোৎপল জানা,  কবি দুরন্ত বিজলী এবং কবি সুব্রত মাইতি-কে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই । 

          অনেকদিন পর বিভিন্ন জেলার কবিদের সংস্পর্শে আসতে পেরে আমি ধন্য । পূর্ব পরিচিত কবিদের মধ্যে আমি কিছু কবিতায়  ( আজ প্রায় ১০০ টি কবিতা শুনলাম) নিজেকে হারিয়ে জিতে নিয়েছিলাম যাঁদেরকে , তাঁরা হলেন দেবপ্রসাদ মন্ডল তাপস মন্ত্রী রবীন্দ্র সিংহ রায় তাপস বৈদ্য দেবাশিস প্রধান দীপক জানা বিরুপাক্ষ পন্ডা অশোককুমার লাটুয়া বিশ্ব বন্দ্যোপাধ্যায় রীতা দে রাজ কুমার আচার্য প্রাণনাথ শেঠ প্রভাত মন্ডল সত্যনারায়ণ বেরা দেবব্রত দত্ত প্রশান্ত শেখর দাশ বিমল মন্ডল অসীম কুমার ভূঁইয়া পবিত্র ভক্তা পুষ্প সাঁতরা প্রদীপ্ত খাটুয়া নাগসেন চন্দন দাস নিমাই মাইতি আমিরুল ইসলাম চৌধুরী বিশ্বজিৎ মাইতি রুমকী দত্ত প্রমুখ কবি,সাহিত্যিক ও বাচিক শিল্পীবৃন্দ । 

       সাথী ছিল আমার অন্যতম প্রিয় ছাত্র এবং বর্তমান হলদিয়া ধূমকেতু বাংলা ব্যান্ডের ম্যানেজার শুকদেব মান্না। সঞ্চালনায় ছিল আশিসদা ও দেবুদা। দারুণ খুশি  হলাম  এই অনুষ্ঠানে  উপস্থিত থাকতে পেরে । অনেক আনন্দ হল আজ সারাদিন।   সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা...

No comments