আজ ৯ ই আগস্ট/ মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা/ তাম্রলিপ্ত জাতীয় সরকারের সূতিকাগার অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হোল আজকের অনুষ্ঠান/যে কংগ্রেস কার্যালয়ে মাতঙ্গিনী হাজরা,তাম্রলিপ্ত জ…
আজ ৯ ই আগস্ট/ মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা/ তাম্রলিপ্ত জাতীয় সরকারের সূতিকাগার অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির কার্যালয়ে
অনুষ্ঠিত হোল আজকের অনুষ্ঠান/
যে কংগ্রেস কার্যালয়ে মাতঙ্গিনী হাজরা,তাম্রলিপ্ত জাতীয় সরকারের
প্রথম সর্বাধিনায়ক ও তমলুক লোকসভা কেন্দ্রের প্রথম সাংসদ
সতীশচন্দ্র সামন্ত, অজেয় পুরুষ, স্বাধীনতা সংগ্রামী ,পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়,তাম্রলিপ্ত জাতীয় সরকারের অগ্রণী সৈনিক, স্বাধীনতা সংগ্রামী, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী
রজনীকান্ত প্রামাণিক,অবিভক্ত মেদিনীপুর জেলার মেদিনীপুরের গান্ধী নামে খ্যাত কুমার চন্দ্র জানার চারণভূমি/ সেখানে আজকের প্রজন্মের আমরা অতীত স্মৃতি রোমন্থন কোরলাম/ শহীদ স্তম্ভে মাল্যদান করা হয়, শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করা হয়, জেলা কংগ্রেসের সদর কার্যালয়ে( ত্রিমূর্তি) সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়,রজনীকান্ত প্রামাণিকদের মূর্তিতে যথাযোগ্য মর্যাদায় মাল্যদান করা হয় এবং অতীতের পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কর্মকাণ্ড আলোচনা করা হয়/আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী মৃনাল কান্তি পাল-সহ সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি, জনাব সেখ জাফরুল্লা সাহেব,চেয়ারম্যান- পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সেবাদল,
জনাব জিয়াদ আলি সাহেব, চেয়ারম্যান- পূর্ব মেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেস, শ্রী প্রদীপ মালাকার- সম্পাদক, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি, শ্রী সঞ্জয় চন্দ্র- প্রাক্তন সভাপতি, তমলুক শহর কংগ্রেস,শ্রী অরূপ কুমার ভৌমিক- সম্পাদক, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি, সাধারণ সম্পাদক- পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতি,শ্রী মৃত্যুঞ্জয় ভট্টাচার্য- কোষাধ্যক্ষ, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি, শ্রী তপনকুমার মাইতি- সভাপতি, তমলুক গ্রামিন ব্লক কংগ্রেস কমিটি , শ্রী রমেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক- পূর্ব মেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেস,সেখ কালু ,গোবিন্দ চন্দ্র সামন্ত ও অন্যান্য জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস নেতৃত্ব/ সমস্ত অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন ও নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য ও পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শ্রী সনৎকুমার বটব্যাল/
জয়হিন্দ, বন্দেমাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ/
No comments