Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের মঞ্জুষা সংঘ সমবায়ের দু'টি পদাধিকারী পরিবর্তন করার জন্য অনাস্থা ডেকেও হার হলো সম্পাদিকা

পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের মঞ্জুষা সংঘ সমবায়ের সভানেত্রী ও কোষাধ্যক্ষ পদ দু'টির পদাধিকারী পরিবর্তন করার জন্য অনাস্থা ডেকেও হার হলো সম্পাদিকার। সতেরোটি আসনের মধ্যে ১০টি আসনে জয়লাভ করে মঞ্জু…

 





 পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের মঞ্জুষা সংঘ সমবায়ের সভানেত্রী ও কোষাধ্যক্ষ পদ দু'টির পদাধিকারী পরিবর্তন করার জন্য অনাস্থা ডেকেও হার হলো সম্পাদিকার। সতেরোটি আসনের মধ্যে ১০টি আসনে জয়লাভ করে মঞ্জুষা বহুমুখী প্রাথমিক মহিলা সংঘ সমবায়ের বর্তমান  সভানেত্রী ও কোষাধ্যক্ষ। সাতটি আসনে পরাজিত হয় সম্পাদিকা। সূত্রের খবর, এ দিন বালিঘাইতে সংঘের সভাগৃহে অনাস্থা বিষয়ে সভানেত্রী ও কোষাধ্যক্ষ পরিবর্তনের জন্য আলোচনা হয়। কিন্তু তাতে পরাজিত হয় সম্পাদিকা ছবিতা শাসমল। জয়ী হয় সভানেত্রী ঝর্ণা জানা ও কোষাধ্যক্ষ তাপসী মাইতি। জয়ী পদাধিকারীদের অভিনন্দন জানায় শেখ আইজাদ হোসেন, সুধাকান্ত বারিক ও শেখ আয়সান। তাঁরা জানান, সততার কাছে হার মানল দূর্নীতি।  কিন্তু এ দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে এগরা থানার বিশাল সংখ্যক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়।

No comments