Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলায় কোভিড স্বাস্থ্য বিধি মেনে পালিত হয় রাখি বন্ধন উৎসব

রবিবার সকাল থেকেই রাজ‍্যের পাশাপাশি প্রতিটি জেলায় জেলায় কোভিড স্বাস্থ্য বিধি মেনে পালিত হয় রাখি বন্ধন উৎসব।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল,নন্দকুমার সহ হলদিয়া পৌর ও ব্লক এলাকায় পালিত হয় রাখি বন্ধন অনুষ্ঠান।এদিন সকালে হলদিয়া পুরসভা…

 




 রবিবার সকাল থেকেই রাজ‍্যের পাশাপাশি প্রতিটি জেলায় জেলায় কোভিড স্বাস্থ্য বিধি মেনে পালিত হয় রাখি বন্ধন উৎসব।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল,নন্দকুমার সহ হলদিয়া পৌর ও ব্লক এলাকায় পালিত হয় রাখি বন্ধন অনুষ্ঠান।এদিন সকালে হলদিয়া পুরসভায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল‍্যাণ ও ক্রিয়া দপ্তরের উদ‍্যোগে রাখি বন্ধন উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন করা হয়।পৌরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা জাতি,ধর্ম নির্বিশেষে একে ওপরকে রাখি পরিয়ে সম্প্রতির বন্ধন বজায় রাখে।পাশাপাশি হলদিয়া উন্নয়ন ব্লকের দেউলপোতা ও দেভোগ অঞ্চলের বুথ ভিত্তিক বিভিন্ন এলাকায় রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।হলদিয়ার দেভোগ অঞ্চলের কিসমত শিবরাম নগর গ্ৰামের বাণীশ্রী মোড় সংলগ্ন এলাকায় সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের উদ‍্যোগে রাখি বন্ধন অনুষ্ঠানের পাশাপাশি মাস্ক বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস‍্য সুমিত্রা পাত্র,ভবতোষ পাত্র,রঘুনাথ পাত্র সহ ব্লক ও অঞ্চল নেতৃত্বরা।হলদিয়া উন্নয়ন ব্লক সভাপতি অশোক কুমার মাইতি সহ ত্রি-স্তরীয় পঞ্চায়েত প্রতিনিধিরা পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরিয়ে,মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করে।মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানান আজকের এই প্রবিত্র দিনে কোন রাজনীতি চাই না।তিনি তার বিধানসভা এলাকায় সকল বাসিন্দাদের রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন।

No comments