Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতা সংগ্রামী প্রয়াত বসন্ত কুমার দাসের নামাঙ্কিত কাঁথি পোস্ট মোড়ে রাস্তার ফলক পুনরায় স্হাপনের জন্য দাবি তুলেছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন

স্বাধীন ভারতবর্ষের সংবিধান পরিষদের সদস্য তথা কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা স্বাধীনতা সংগ্রামী প্রয়াত বসন্ত কুমার দাসের নামাঙ্কিত কাঁথি পোস্ট মোড় থেকে জুনপুট মোড় পর্যন্ত রাস্তার ফলক পুনরায় স্হাপনের জন্য কাঁথি পৌরসভার প…

 







স্বাধীন ভারতবর্ষের সংবিধান পরিষদের সদস্য তথা কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা স্বাধীনতা সংগ্রামী প্রয়াত বসন্ত কুমার দাসের নামাঙ্কিত কাঁথি পোস্ট মোড় থেকে জুনপুট মোড় পর্যন্ত রাস্তার ফলক পুনরায় স্হাপনের জন্য কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র চেয়ারপারসন হরিসাধন দাস অধিকারীর কাছে দাবী জানিয়েছেন কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র প্রাক্তন সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। মামুদ হোসেন জানান কাঁথি ক্লাবের প্রাচীরে রুচিরার সামনে পোস্ট অফিস মোড়ে বসন্ত কুমার দাসের নামাঙ্কিত ফলক  লাগায় কাঁথি পৌরসভা।পরে স্বামী বিবেকানন্দের মর্মরমূর্তি স্হাপন করতে গিয়ে ফলকটি খুলে ফেলা হয়। বসন্ত কুমার দাসের নামাঙ্কিত ফলক পুনরায়  স্হাপন করা হয় নি। বিগত পৌর প্রশাসকমন্ডলী র সভায় অনতিবিলম্বে বসন্ত কুমার দাসের ফলক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পৌর প্রশাসকমন্ডলী পুনর্গঠনের পরে কাঁথি শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস চত্বরে পুনরায় বসন্ত কুমার দাসের নামাঙ্কিত ফলক বসানোর জন্য কাঁথি পৌরসভাকে অনুরোধ জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র প্রাক্তন সদস্য মামুদ হোসেন কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড চত্বরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মর্মরমূর্তি স্হাপনের জন্য পৌরসভার প্রশাসকমন্ডলী র চেয়ারপারসন হরিসাধন দাস অধিকারী কে অাহ্বান জানান। কাজী নজরুল ইসলামের মর্মরমূর্তি বসিয়ে  শ্রদ্ধার্ঘ নিবেদন করা অামাদের দায়িত্ব বলে অভিমত প্রকাশ করেন মামুদ হোসেন।

No comments