Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দু অধিকারীর কনভয়কে দেখে গো ব্যাক স্লোগান

শুভেন্দু অধিকারীর কনভয়কে দেখে গো ব্যাক স্লোগান দেন এবং শুভেন্দুর কনভয়ের পেছনে থাকা বিজেপি কর্মীদের মারধর। বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃনমূল ছেড়ে  বিজেপিতে যোগদান করেন পাঁশকুড়া ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সু…

 
শুভেন্দু অধিকারীর কনভয়কে দেখে গো ব্যাক স্লোগান দেন এবং শুভেন্দুর কনভয়ের পেছনে থাকা বিজেপি কর্মীদের মারধর। বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃনমূল ছেড়ে  বিজেপিতে যোগদান করেন পাঁশকুড়া ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার ভূঞ্যা। বিজেপিতে যোগদানের বেশ কয়েকদিন পর তার নামে 'সুকুমার ভূঞ্যা চোর' এমন পোস্টার ও পড়েছিল পাঁশকুড়ার একাধিক জায়গায়।গতকাল পাঁশকুড়া গার্লস স্কুলের মাঠে দুয়ারে সরকার ক্যাম্পে একজন কাউন্সিলর হিসেবে সাধারণ মানুষের সাহায্য করার জন্য বসে ছিলেন সুকুমার।ঠিক সেই সময় তার ওপর চড়াও হয় বেশ কয়েকজন তৃনমূলের কর্মী সমর্থক।সুকুমারকে কিল,চড় ও ঘুসিও মারে বলে অভিযোগ।মাথায় ও আঘাত পায় সুকুমার।তবে এই বিষয়ে গতকাল পাঁশকুড়া থানায় কোনো লিখিত অভিযোগে দায়ের করেনি সুকুমার।আজ সন্ধ্যায় পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করেন তিনি।আজ সুকুমারের বাড়িতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইদিন শুভেন্দু বলেন -"ভোট-পরবর্তী হিংসার জন্য হাইকোর্ট যে শীট গঠন করতে বলেছেন তার মধ্যে এটিও থাকবে।এখানে তালিবান শাসন চলছে।"কর্মী-সমর্থকের বাড়ি থেকে ফেরার পথে শুভেন্দু অধিকারীর কনভয়কে  দেখে গো ব্যাক স্লোগান দেন এবং শুভেন্দুর কনভয়ের পেছনে থাকা বিজেপি কর্মীদের মারধর করেন বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব।

No comments