Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতা দিবস পালিত হলো হলদিয়া এল সি এল লজিস্টিক গেটে

আজ সারা দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৭৫ তম স্বাধীনতা দিবস।বাদ যায়নি এরাজ‍্যেও।করোনা আবহের মধ‍্যেও বাংলার বিভিন্ন জেলায় জেলায় সকাল থেকেই জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল‍্যদান,স্বাধীনতা সংগ্ৰামীদের স্মতিচারণ করা হয়।
আজ স্…

 





আজ সারা দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৭৫ তম স্বাধীনতা দিবস।বাদ যায়নি এরাজ‍্যেও।করোনা আবহের মধ‍্যেও বাংলার বিভিন্ন জেলায় জেলায় সকাল থেকেই জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল‍্যদান,স্বাধীনতা সংগ্ৰামীদের স্মতিচারণ করা হয়।


আজ স্বাধীনতা দিবস ও স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ক্লাব শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন কারখানার গেটে আজকের এই দিনটি পূর্ণ মর্যাদার সঙ্গে পালিত হয়।হলদিয়া এল সি এল লজিস্টিক গেটের সামনে জাতীয় পতাকা উত্তোলন পর বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এবং হলদিয়া পৌরসভা নম্বর ওয়ার্ড সেখানেও শহীদদের প্রতি সম্মান জানালেন।

বলেলেন শেখ মজাফফর ইন্টারন্যাশনাল ক্লাব ভিডিজি২ পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট তিনি বললেন বহু রক্তের বিনিময়ে আজকের এই দিন।


আমাদের ভারত বর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আজকের এই দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা বীর শহীদদের সম্মান জানাচ্ছি। আজকের এই দিন যারা উপহার দিয়ে গেছেন সেই সকল বীর শহীদদের রক্তের বিনিময়ে তাদের কে আমরা স্যালুট জানাই । তাদের পরিবারবর্গের আমরা সমবেদনা জানাই । অতি মারি চলছে সরকারি বিধি নিষেধ মেনে চলুন ,সকলে ভাল থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দূরত্ব বজায় রেখে, সরকারি বিধি মেনে চলুন। আজ এল সি এল লজিস্টিক গেটে সংক্ষিপ্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ইউনিয়নের সম্পাদক মসিউর রহমান উপস্থিত ছিলেন ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন লায়ন্স ক্লাবের অন্যতম কর্মকর্তা সমর মল্লিক, সাত্যকির চ্যাটার্জী প্রমুখ।

No comments