হলদিয়া রিফাইনারি উদ্যোগে ৭৫ তম বর্ষপূর্তি এবং তার গৌরবময় ইতিহাস সংস্কৃতি বীর শহীদদের কৃতিত্ব উৎসাহ-উদ্দীপনার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপিত হল। তেরেঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করলেন হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ ডাইরেক্টর মিস্টার …
হলদিয়া রিফাইনারি উদ্যোগে ৭৫ তম বর্ষপূর্তি এবং তার গৌরবময় ইতিহাস সংস্কৃতি বীর শহীদদের কৃতিত্ব উৎসাহ-উদ্দীপনার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপিত হল। তেরেঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করলেন হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ ডাইরেক্টর মিস্টার পার্থ ঘোষ, হলদিয়া রিফাইনারি সমস্ত পরিবার সিক্রোনাইজড লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবং জাতীয় সংগীত সুর মেলালেন। প্রধান অতিথি সিআইএসএফ ডিজিআর সিকিউরিটি পার্সোনাল দের নিয়ে মাঠ পরিদর্শন করেন। হলদিয়া রিফাইনারি পরিবার এবং স্টেকহোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি। কোভিড ১৯ বিরুদ্ধে প্রথম সারির নেতৃত্ব দের কাজের স্বীকৃতিস্বরূপ কোভিড যোদ্ধাদের সম্মাননা জ্ঞাপন করেন। এবং বিভিন্ন বিভাগে পুরস্কার গুলি তুলে দিলেন হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ অফিসার মিস্টার পার্থ ঘোষ। কোভিড সময়কালে হলদিয়া রিফাইনারি তে নিরাপদ ও মসৃণ ভাবে কার্য সম্পাদনের জন্য মিস্টার ঘোষ হলদিয়া রিফাইনারি পরিবারের প্রশংসা করেন এবং অভিনন্দন জানান। কোভিড পরিস্থিতিতে যারা সামনের সারিতে থেকে লড়াই করেছেন সেই সকল যোদ্ধাদের কৃতজ্ঞতা অভিনন্দন জানান। এই অতিমারি চলাকালীন যারা নিঃস্বার্থভাবে কাজ করেছেন যেমন ডাক্তার ,নার্স স্বাস্থ্যকর্মী, পরিষ্কার পরিচ্ছন্ন কাজে যুক্ত কর্মীরা, পুলিশ ও সিকিউরিটি পার্সোনাল কাজের প্রশংসা করেন। তিনি বলেন শক্তি সরবরাহ কারী সংস্থা হিসেবে হলদিয়ার পরিস্থিতি এবং বিপর্যয়ের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনী ভাবনার প্রয়োগ করে ধারাবাহিকভাবে সমাজের উন্নয়নের সঙ্গে সঙ্গে ভারতকে অগ্রাধিকার দিয়ে তার---PHELE INDIAN PHIR OIL যথার্থ মর্যাদা রেখেছে। তিনি আরো উল্লেখ করেন স্বাস্থ্য ব্যবস্থা কে আরও সুদৃঢ় করতে হলদিয়া মহাকুমার হাসপাতাল ডেডিকেটেড আইসোলেশন ওয়ার্ড (২০টি বেড) মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল সিজারিয়ান আইসোলেশন ওয়ার্ড(১০ টি বেড ) হলদিয়া মহাকুমা হাসপাতালে ডেডিকেটেড বান ওয়ার্ল্ড ইত্যাদি । এবং হলদিয়া রিফাইনারি সহায়তায় বিভিন্ন আইসিডিএস সেন্টারের অধীনে পাঁচটি শিশু আলয় এবং ব্যবস্থা করা হয়েছে। যা অঙ্গনওয়াডডির কিন্ডারগাডেন শিশুদের জন্য একটি নতুন এবং অন্যান্য পদ্ধতি । বাস্তু তন্ত্র এবং পরিবেশের সুরক্ষা এর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । হলদিয়া রিফাইনারি দ্রুততার সঙ্গে বনায়ন অভিযান শুরু করেছে লক্ষ লক্ষ গাছ লাগানোর মধ্য দিয়ে । হলদিয়া রিফাইনারি বায়ো ডাইভারসিটি পার্ক, কোস্টাল সেল্টার বেল্ট এরিয়ায় ৫০ একর জায়গায় বৃক্ষরোপণ এবং বালিয়ারি চড়ে ১০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ রোপন ইত্যাদি। এইগুলি ভবিষ্যতে কোস্টাল ঘূর্ণিঝড় এবং ঝড়ের হাত থেকে রক্ষা করবে হলদিয়া কে।
No comments