হলদিয়া ডক কমপ্লেক্স উদ্যোগে হলদিয়া জহর টাওয়ার বন্দরের মেন কার্যালয়ের সামনে ৭৫ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন এবং কোভিড মোকাবেলায় প্রথম সারির যোদ্ধা, এবং বন্দরের পরিবারের সঙ্গে যুক্ত মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় যারা উত…
হলদিয়া ডক কমপ্লেক্স উদ্যোগে হলদিয়া জহর টাওয়ার বন্দরের মেন কার্যালয়ের সামনে ৭৫ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন এবং কোভিড মোকাবেলায় প্রথম সারির যোদ্ধা, এবং বন্দরের পরিবারের সঙ্গে যুক্ত মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সম্বোদ্ধনা দিলেন। ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করলেন হলদিয়া বন্দরে ডেপুটি চেয়ারম্যান এ কে মেহেরা। সভায় উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান মিস্টার অমল কুমার মেহেরা, উপস্থিত ছিলেন শ্রীমতি এস মেহেরা। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার( ট্রাফিক )প্রবীন কুমার দাস, অভয় কুমার মহাপাত্র, এ গুপ্তা, হলদিয়া বন্দর এর সঙ্গে যুক্ত বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্ব র্বগ প্রমুখ।
No comments