Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিপ্লবী সাধক অরবিন্দ'স্বাধীনতা দিবসে প্রকাশিত হলো

৭৫তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালন করলো আজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব মেদিনীপুর জেলা শাখা।এই উপলক্ষে তামলুকে সমিতির জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন হেতম্পুর বি.এড. কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. ভবানী প্রসাদ রাজ।তি…

 




৭৫তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালন করলো আজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব মেদিনীপুর জেলা শাখা।এই উপলক্ষে তামলুকে সমিতির জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন হেতম্পুর বি.এড. কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. ভবানী প্রসাদ রাজ।তিনি আজকের স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে নতুন প্রজন্মদের আরো বেশি করে সৎ ও প্রকৃত মানুষ হয়ে নতুন সমাজ গঠনের আওহান জানান।এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলক শাখার সাধারণ সম্পাদক অরূপ কুমার ভৌমিকের লেখা অরবিন্দ ঘোষের উপর শিরোনাম ,'বিপ্লবী সাধক অরবিন্দ' শীর্ষক একটি ছোট পুস্তিকা প্রকাশ করেন প্রাক্তন অধক্ষ্য ড. ভবানী প্রাসাদ রাজ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য শাখার সহ সভাপতি প্রণবানন্দ দাস,জেলা শাখার কোষাধ্যক্ষ গঙ্গা নারায়ণ জানা।প্রবীর রায়ের কণ্ঠে সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

No comments