৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে স্বাধীনতা দিবস,নেওয়া হয়েছে একাধিক সমাজসেবক মূলক কর্মসূচি, এইদিন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে বড়িশা স্বামীজি একাডেমী একাডেমির পক্ষ থেকে …
৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে স্বাধীনতা দিবস,নেওয়া হয়েছে একাধিক সমাজসেবক মূলক কর্মসূচি, এইদিন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে বড়িশা স্বামীজি একাডেমী একাডেমির পক্ষ থেকে সকাল থেকেই চলছে নানান কর্মসূচি, প্রথমে জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করার পাশাপাশি বিকেলে এলাকার বেশকিছু দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী, অন্যদিকে পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে এবং সবুজায়ন কে ধরে রাখতে বৃক্ষরোপণ নিয়ে সচেতনতার পাশাপাশি বিতরণ করা হয় কয়েকশো চারাগাছ,এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাটের ১ নম্বর পঞ্চায়েতের প্রধান সুব্রত বিশ্বাস, কোলাঘাটের বিশিষ্ট সমাজসেবী মানস চক্রবর্তী, সমাজসেবী কিসোর বেদ সহ একাডেমির অন্যান্য সদস্যরা, এদিন বক্তব্য রাখতে গিয়ে বড়িশা স্বামীজি একাডেমির সম্পাদক বিশ্বনাথ দাস বলেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি করে আসছি সাধারণ মানুষের পাশে থাকার স্বার্থে, আর আজকের এই মহান দিনে এলাকার দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা খুব গর্বিত, পাশাপাশি আগামী ১২ই জানুয়ারি স্বামীজীর মুক্তি উন্মোচন করা হবে এই একাডেমির পক্ষ থেকে, তবে যাই হোক স্বামীজি একাডেমীর এই কর্মকাণ্ড দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ।
No comments