রাজ্য সররারের যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে "খেলা হবে দিবস" উদযাপন করা হয়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ধুলিয়াপুরেরএই অনুষ্ঠানে জাতীয় পতাকা তোলেন ব্লক তৃণমূল সভাপতি মুফলেশ…
রাজ্য সররারের যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে "খেলা হবে দিবস" উদযাপন করা হয়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ধুলিয়াপুরের
এই অনুষ্ঠানে জাতীয় পতাকা তোলেন ব্লক তৃণমূল সভাপতি মুফলেশ্বর দত্ত। পাশাপাশি ধূলিয়াপুর প্রভাতি সংঘের সহযোগীতায় নারায়ন পাকুড়িয়া মুড়াইলের শহীদ হওয়া যোদ্ধা দীপক কুমার দিন্ডার প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানায় পাঁশকুড়া থানার আই.সি আশীষ মজুমদার। তাঁরপরেই রাজ্য সরকারের খেলা দিবস উদযাপনের শুভ সূচনা করা হয়। ওইদিন ৮ টা টিমের খেলার মাধ্যমে খেলা দিবসের সূচনা হয়। তাঁরই মাঝে প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ারও তুলে দেওয়া হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে দুটি টিমকে নিয়ে অভিনব প্রভাত ফেরির মাধ্যমে খেলা দিবসের সূচনা করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরোজা বিবি, পাঁশকুড়া থানার আই সি আশীষ মজুমদার।
অতিথিদের হাতে বিশেষ উপহার তুলে দেয় অনুষ্ঠানের উদ্যোক্তা মুফলেশ্বর দত্ত।
মাঠের মধ্যে বলে শট মেরে ঢালাই বল প্রতিযোগীতার সূচনা করেন আই.সি আশিষ মজুমদার এবং উদ্যোক্তা মুফলেশুর দত্ত। এবং ছোটো ছোটো ছেলেদের হাতে ঢালাই বল তুলে দিয়ে উতসাহিত করেন উদ্যোক্তা মুফলেশ্বর দত্ত।
No comments