ভিডিও দেখতে ক্লিক করুন।।https://youtu.be/hAZBI-KRHeM
চামেলী ভট্টাচার্য্য, হাওড়াঃ সেন্ট জন অ্যাম্বুলেন্স এর ঝোড়হাট নেতাজী নার্সিং ডিভিশনের ব্যবস্থাপনায়, এমপি বিড়লা আই ক্লিনিক এবং অরবিন্দ আই হসপিটাল এর সহায়তায় ৭৬জনের চক্ষু প…
ভিডিও দেখতে ক্লিক করুন।
।https://youtu.be/hAZBI-KRHeM
চামেলী ভট্টাচার্য্য, হাওড়াঃ সেন্ট জন অ্যাম্বুলেন্স এর ঝোড়হাট নেতাজী নার্সিং ডিভিশনের ব্যবস্থাপনায়, এমপি বিড়লা আই ক্লিনিক এবং অরবিন্দ আই হসপিটাল এর সহায়তায় ৭৬জনের চক্ষু পরীক্ষা ও ১২ জনের চোখ অপারেশনের জন্য স্কিনিং করা হয় । নেতাজি অ্যাম্বুলেন্স ডিভিশনের সম্পাদক মানিক লাল কাঁড়ার বলেন এই ডিভিশন প্রতি বছর চোখের পরীক্ষা ও অপারেশন,রক্তদান শিবির করা।গত প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গতদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্যে র ব্যাবস্থা করা হয়েছিল। গত আম্ফান, ইয়াস এর সময় মেদিনীপুর, সুন্দরবন অঞ্চলের দুর্গত মানুষদের জন্য খাদ্য সামগ্রী ও ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছিলাম ।অতি মহামারীতে মাক্স ও স্যানিটাইজার এলাকার মানুষের হাতে তুলে দিয়েছিলাম। আজকের চক্ষু পরীক্ষা কোভিড বিধি মেনে সময় দূরত্ব বজায় রেখে আজকের এই শিবির পরিচালনা করা হয়। যারা কোভিড ভ্যাকসিন নিয়ে ছেন তাদেরই এই শিবিরে সুযোগ পেয়েছেন।তিনি আরো বলেন গত ৪০ বছর ধরে আন্দুল- এ অবস্থিত নিজস্ব ভবনে আমরা সমাজসেবা মূলক কাজ করে থাকি।
No comments