আজ নবজাগরণের কবি,ভুখা মানুষের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিন/কেকোথায় স্মরণ করছে কিনা জানিনা/ ১৯২১ -২০২১ 'বিদ্রোহী' কবিতার শতবার্ষিকী / একশো বছর পেরিয়ে ও সমান অর্থবহ এবং প্রাসঙ্গিক/ আজ ভারতবর্ষের এই দুর্দিনে তোমা…
আজ নবজাগরণের কবি,ভুখা মানুষের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিন/কে
কোথায় স্মরণ করছে কিনা জানিনা/ ১৯২১ -২০২১ 'বিদ্রোহী' কবিতার শতবার্ষিকী / একশো বছর পেরিয়ে ও সমান অর্থবহ এবং প্রাসঙ্গিক/ আজ ভারতবর্ষের এই দুর্দিনে তোমাকে বড়ো প্রয়োজন/
তোমার কলম তরবারির চেয়েও ধারালো/ ব্রিটিশ বিরোধী সংগ্রামে তোমার ভূমিকা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে/
@ তুমি আজীবন দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য সাহিত্য সেবা করে গেছ/গরীব, শোষিত,নিপীড়িত, বঞ্চিত মানুষের তুমি কবি/ তোমার
বিদ্রোহী কবিতা আজও আমাদের
শিরার শোনিতে তোলে ভল্গার খর স্রোত/ মস্তিষ্কের কোষে কোষে তোলে
টর্নেডো, টাইফুন,হ্যারিকেন/
@ হে প্রনম্য, ভারতবর্ষের মানুষের
মনের মণিকোঠায় মহানায়ক হিসেবে
তুমি সারাজীবন অবস্থান করো/
@ অনেক দুঃখ নিয়ে লিখেছিলে
“আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে”
@ তোমাকে ভুলিনি কবি, সত্যি তোমাকে ভোলা যায় না/তুমি ঠিকই বলেছিলে, অনেক অবহেলা, অনেক
বঞ্চনার শিকার তুমি/ তোমার মতো
কজন এ পোড়া দেশে জন্মেছিলো ?
যাঁর কবিতা, গান পরাধীন ভারতবর্ষে
দাবানল জ্বালায়/তোমার মতো অসাম্প্রদায়িক কজন আছে বা ছিল/
তোমার লেখনীর ঔজ্জ্বল্য, সৌন্দর্য, উৎকর্ষ ,ঝাঁঝ ছিল অপরিসীম/ তাই
তুমি আজও অমর ,অক্ষয় ও অজেয় /তোমার কবিতা, গানের ভাষা চয়ন, সুর ,লয় আজও লালিত হয় সারা পৃথিবীর বাঙালি- কণ্ঠে/যেন মনে হয় মহাপৃথিবীর সমস্ত ধর্মের
অনুশীলন করেছ তুমি/
বাঙালির বাঙালিয়ানায় তুমি রাজরাজেশ্বর/
@ আজ ১২ ই ভাদ্র বাংলার কবি সমগ্র বাঙালীর তথা নিপীড়িত মানুষের কবি কাজী নজরুলের প্রয়াণ দিবসে পৃথ্বী সাহিত্য পত্রিকার
কেন্দ্রীয় দপ্তরে, নামো নমো করে কবি
প্রনাম/আমার প্রিয় কবির প্রয়াণ দিবসে জানাই অন্তরের গভীর শ্রদ্ধা ও আভূমি প্রনাম /
জয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জয়/
No comments