Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য

ত্রিপুরায়, তৃণমূল দলের কোন অস্তিত্ব নেই।      কংগ্রেসছুট কিছুলোক একটা দল গড়ার চেষ্টা করেছিল।  লক্ষ্য ছিল সিপিএম তথা বাম বিরোধীতা। বিগত বিধানসভা নির্বাচনের আগে সেই গোটা দলটাই বিজেপি হয়ে যায়। একটিও লোক ছিল না, আজও নেই দিদির মুখ পর…

 





ত্রিপুরায়, তৃণমূল দলের কোন অস্তিত্ব নেই।      কংগ্রেসছুট কিছুলোক একটা দল গড়ার চেষ্টা করেছিল।  লক্ষ্য ছিল সিপিএম তথা বাম বিরোধীতা। বিগত বিধানসভা নির্বাচনের আগে সেই গোটা দলটাই বিজেপি হয়ে যায়। একটিও লোক ছিল না, আজও নেই দিদির মুখ পরিচিত করার জন্য।

নির্বাচনে হেরে গেলেও বিজেপি বিরোধী লড়াই করছে সিপিএম। #দেশের_কথার প্রকাশনা বন্ধকরে দেওয়া হল।

#বাদল_চৌধুরী কে গ্রেপ্তার করে হেনস্তা করা হল।

নির্বিচারে, তৃণমূলি কায়দায় সিপিএম অফিস দখল নেওয়া ও ভেঙ্গে ফেলা হল।

তৃণমূলি কায়দায় পঞ্চায়েত দখল করা হল।

কখনও ঐ সব পরিকল্পিত গুন্ডামির বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল ও সর্ব ভারতীয় দিদি টু শব্দটিও করেন নি। সিপিএম কর্মীরাই রুখে দাঁড়িয়ে ফ্যসিবাদীয় আক্রমণ প্রতিহত করেছে। মানুষ প্রতিরোধের পথে পা বাড়িয়েছে।

 ঠিক এই সময় এ রাজ্য থেকে কোটি কোটি টাকা ব্যয় করে সাজানো নেতারা ত্রিপুরা ভ্রমন করছে। এবং বিক্রিত প্রচার মাধ্যমের সহযোগিতায় বিজেপি বিরোধীতার নাটক করছে।

ঐ নাটকের চিত্রনাট্য তৈরী হয়েছে #নাগপুরে।

1.এতটাকা আসছে কোথা থেকে?

 2.সারদা, নারদা, কয়লা পাচার, গরু পাচারের অপরাধীরা এখনও বুক ফুলিয়ে কি করে ঘুরে বেড়াচ্ছে? 

3.সিবিআই সহ অন্য তদন্তকারী সংস্থার হাত পা কে বেঁধে রাখছে? 

প্রশ্নগুলি সহজ। উত্তরও  তো জানা। ত্রিপুরা বাসী দের কাছে অনুরোধ, ভাইবোনের রোজকার ঝগড়ায় বিভ্রান্ত হয়ে নিজের বিপদ ডেকে আনবেন না।

 Bikashranjan Bhattacharyya

No comments