ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/e13lqlmYrY8
প্রবল বর্ষা উপেক্ষা করে কাঁথি পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর দারুয়ার সমাজকল্যান সংঘের সভাগৃহে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির।ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশানের কাঁথি রুর্যাল ব্রাঞ্…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/e13lqlmYrY8
প্রবল বর্ষা উপেক্ষা করে কাঁথি পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর দারুয়ার সমাজকল্যান সংঘের সভাগৃহে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশানের কাঁথি রুর্যাল ব্রাঞ্চের সহায়তায় ও কাঁথি লায়ন্স ক্লাবের পরিচালনায় এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র।অন্যান্যদের মধ্যে ছিলেন ক্লাবের সম্পাদক তরুনকান্তি মহাপাত্র,কোষাধ্যক্ষ্য ইন্দ্রনীল সামন্ত,বড়দারুয়া হাল বস্তির সভাপতি আবেদ আলি খান,লিও ক্লাবের সভাপতি অরিত্র দে,লায়ন্স ক্লাবের সদস্য অপূর্ব মূখার্জী।চিকিৎস্যকদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাঃ বিধান চন্দ্র ভুঞ্যা ও দন্ত চিকিৎস্যক ডাঃ দেবব্রত মাইতি।শিবিরটি পরিচালনা করেন উত্তর দারুয়া সমাজ কল্যান সংঘের অন্যতম কর্মকর্তা সেক সাত্তার,সেক রমজান,সেক নুর সেলিম,সেক আমিদ,সেক সাবের ও সেক রবিউল।১ বছর থেকে ৫ বছরের ৫০ জনের বেশী শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়
উপস্থিত ছিলেন বস্তির মহল্লদার সেক আজিজুল উদ্দিন
No comments