রাজ্যের অভূত পূর্ব ও সফল দুটি উদ্যোগ ফের জনতার দরবারে- দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান। রাজ্যের মা-মাটি-মানুষের গরীব দরদী সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে ১৬ আগস্ট ২০২১ সোমবার , থেকে …
রাজ্যের অভূত পূর্ব ও সফল দুটি উদ্যোগ ফের জনতার দরবারে- দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান। রাজ্যের মা-মাটি-মানুষের গরীব দরদী সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে ১৬ আগস্ট ২০২১ সোমবার , থেকে পুনরায় শুরু হবে দুয়ারে সরকার এর ক্যাম্প। দুয়ারে সরকার এর দৃষ্টান্তমূলক জনকল্যাণকর উদ্যোগের নব পর্যায় এর কর্মসূচি নতুন প্রকল্প ও পরিষেবা গুলি ---লক্ষী ভান্ডার , স্টুডেন্ট ক্রেডিট কার্ড , কৃষক বন্ধু ( নতুন ) ,বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ও পাস বইয়ের আপডেট ,কৃষি জমির উপর মিউটেশন ও জমির রেকর্ড এর ছোটখাটো ভুলের সংশোধন, ব্যাংকের নতুন সেভিংস পাস বই খোলা ও আধার কার্ড সংক্রান্ত বিষয়ে। আজ ১২ আগষ্ট বৃহস্পতিবার ,সকালে মহিষাদল ব্লক প্রশাসনের উদ্যোগে একটি টোটো গাড়ি করে ব্লক জুড়ে মাইকিং প্রচার চলছে জনগণের উদ্দেশ্যে লক্ষী ভান্ডার প্রকল্পের সম্পর্কে। এলাকার মহিলাদের কাছে আবেদন জানিয়েছেন, লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য কোন ব্যক্তিকে টাকা দিবেন না । কোন ব্যক্তির কাছ থেকে ফরম পূরণ করে নিবেন না। কারো কথা না শুনে সরাসরি নির্দিষ্ট তারিখে ক্যাম্পে চলে আসার জন্য অনুরোধ জানিয়েছেন, মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রামাঞ্চলের গরীব মানুষদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য একটি দৃষ্টান্ত মূলক প্রকল্প লক্ষী ভান্ডার। এর সাথে আরও কয়েকটি নতুন প্রকল্পের ক্যাম্প বসবে দুয়ারে সরকার এ । প্রচারে আরও জানিয়েছেন জনগণের জ্ঞাতার্থে , জেরক্স দোকান গুলি থেকে কোন ফরম কিনবেন না।
No comments