Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শহীদ ক্ষুদিরাম - দুর্গারানী দে

বাংলা মায়ের দামাল ছেলে কিশোর ক্ষুদিরামপূণ্য তিথি তেসরা ডিসেম্বর,1889মেদিনীপুরের হাবিবপুরে জন্ম নিল বীর ক্ষুদিরাম।শৈশবে ছয় বছরেই মাতাপিতা কে হারালো, দিদি অপরূপার কাছে মাতৃস্নেহে মানুষ হলো। হ্যামিল্টন হাইস্কুলে ষষ্ঠ শ্রেণি সমাপ্ত…

 







বাংলা মায়ের দামাল ছেলে কিশোর ক্ষুদিরাম

পূণ্য তিথি তেসরা ডিসেম্বর,1889

মেদিনীপুরের হাবিবপুরে জন্ম নিল বীর ক্ষুদিরাম।

শৈশবে ছয় বছরেই মাতাপিতা কে হারালো, দিদি অপরূপার কাছে মাতৃস্নেহে মানুষ হলো। হ্যামিল্টন হাইস্কুলে ষষ্ঠ শ্রেণি সমাপ্ত হলো,

ভগ্নিপতি চাকুরী তরে মেদিনীপুরে এল।

শিক্ষা লাগি পুনরায় কলেজিয়েট স্কুলে ভর্তি হল।

দামাল মেধাবী ক্ষুদি বিপ্লবী দলে এল।

মার স্বাধীনতার জন্য কতই লড়াই চালালো! 

 লবণ আইন  বস্ত্র পোড়ানো কত বিপ্লব ই করল!

জেলে গেলেও কিশোর বলেই মুক্তি পেয়ে গেল।

অত্যাচারী কিংসফোর্ডকে মারার হল পরিকল্পনা,

ক্ষুদিরাম প্রফুল্ল চাকী মজফরপুর হলেন রওনা।

1908সাল,30 এপ্রিল, পথের মাঝে অপেক্ষা,

কিংসফোর্ডের গাড়ি ভেবে মারলো বোমা সোজা।

হল ভুল, মারা গেল কেনেডি মাতা কন্যা!

দুই কিশোর সে সবের কিছুই বুঝল না।

দুই দিকে দুই কিশোর হয়ে গেল রওনা!

প্রফুল্ল আত্মহত্যা ,আর ক্ষুদি পড়ল ধরা,

জেলে ভরে শুরু হল তার বিচার কড়া  কড়া!

ফাঁসির আদেশ জারি হল ক্ষুদি পেল না ভয়,

 11 ই আগস্ট 1908, ভোরবেলা এল সেই ক্ষণ,

বন্দেমাতরম মন্ত্রে হাসতে হাসতে

ফাঁসির দড়ি পরল ক্ষুদিরাম!

ঘরে ঘরে মা বোনেরা কাঁদলো অবিরাম!

শোক গাথা ক্ষুদিরামের ছড়ালো দেশময়,

প্রতি রক্তবিন্দু জন্ম নিল লক্ষ কোটি ক্ষুদিরাম!

মায়ের স্বাধীনতা জিতে নিল করে জীবন দান।

আজও ক্ষুদির  শোকগাথা ছড়িয়ে ঘরে ঘরে।

মা-বোনেদের সবার হৃদয়ে কত অশ্রু ঝরে।

বেঁচে থাকো কিশোর ক্ষুদি সবার হৃদয়ে,

মাতৃভক্তি বুঝবে সবে তব আত্ম বলির তরে।

 


No comments