Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় বিধায়কের অনুপস্থিতিতে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশ ও মহিলা মোর্চার তুমুল ধস্তাধস্তি

ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার আইন অমান্য আন্দোলনে তুমুল লড়াই। ,পুলিশ ও মহিলা মোর্চা দের সঙ্গে ধস্তাধস্তি। পূর্বঘোষিত ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বে মিছিল করে হলদিয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেবে। মহিলা মোর্…

 






ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার আইন অমান্য আন্দোলনে তুমুল লড়াই। ,পুলিশ ও মহিলা মোর্চা দের সঙ্গে ধস্তাধস্তি। পূর্বঘোষিত ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বে মিছিল করে হলদিয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেবে। মহিলা মোর্চার মূল দাবি রাজ্যে গণতন্ত্র নেই মহিলারা একের পর এক নির্যাতিত হচ্ছে এবং ধর্ষণকাণ্ডে পতিত হচ্ছে , তার বিরুদ্ধে ডেপুটেশন । সেইমতো হলদিয়া দূরগাচক্ সুপার মার্কেট থেকে মিছিল শুরু হয়। হলদিয়া এসডিও  অফিস বিশাল পুলিশ বাহিনীর ঘেরাটোপে।

মহিলা মোর্চার মিছিল  মহকুমা শাসকের অফিসের আগেই মঞ্জুশ্রী মোড়ে আটকে দেয় বিশাল পুলিশবাহিনী ।শুরু হয় পুলিশের সঙ্গে মহিলা মোর্চার ধস্তাধস্তি। ঘটনাস্থলে হলদিয়া এসডিপিও, বিভিন্ন থানার ওসি , হলদিয়া মহিলা থানার ওসি সমেত বিশাল মহিলা পুলিশ । প্রায় ঘন্টাখানেক রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে বিশাল মহিলা রেপ বাহিনীএসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের সঙ্গে আলোচনায় ৫ জন মহিলা মোর্চা হলদিয়া মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন। দলের নির্দেশ অনুযায়ী প্রতিটি এলাকায় দলের বিধায়ককে নেতৃত্বে মহাকুমার এলাকায় ডেপুটেশন দেওয়া হবে নির্দিষ্ট ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার মিছিলেতে হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল অনুপস্থিত । সেই নিয়ে দলের কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।

No comments