পালিয়ে শেষ রক্ষা হল না৷ মাকে খুনের দায়ে অবশেষে গ্রেফতার হল গুনধর৷ অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছেন নিকট পরিজন থেকে স্থানীয় বাসিন্দারা৷ এগরা থানার ধুসুরদা গ্রামের ঘটনা৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম স্বপন জানা। বুধব…
পালিয়ে শেষ রক্ষা হল না৷ মাকে খুনের দায়ে অবশেষে গ্রেফতার হল গুনধর৷ অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছেন নিকট পরিজন থেকে স্থানীয় বাসিন্দারা৷ এগরা থানার ধুসুরদা গ্রামের ঘটনা৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম স্বপন জানা। বুধবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে দেন।
এগরা থানার এক পুলিশ আধিকারিক বলেন, “মৃত মহিলার দাদার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছিল৷ অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি৷ ধৃতকে জেরা করে খুনের কারণ জানার চেষ্টা হবে৷’’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মার্চের শেষে নিজের বাড়ির মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হয় স্বপনের মায়ের৷ খবর পেয়ে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ৷ ওই ঘটনায় স্বপনের নিকটাত্নীয় এবং প্রতিবেশীদের অভিযোগ ছিল, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে মাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে ছেলে৷ কারণ, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে মা ও ছেলের মধ্যে প্রায়শই বচসা হত৷ এমনকি ঘটনার আগের দিন রাতেও এই নিয়ে দু’জনের চিৎকার চেঁচামেচি হয়েছিল বলে পুলিশকে জানান স্থানীয়রা৷
এরপরই অভিযুক্ত স্বপনের বিরুদ্ধে গত ৩১ মার্চ এগরা থানায় খুনের অভিযোগ দায়ের করেন তাঁর মামা। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামলে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে আত্মগোপন করে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাড়ি সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
এগরা থানার এক পুলিশ আধিকারিক বলেন, “মৃত মহিলার দাদার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছিল৷ অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি৷ ধৃতকে জেরা করে খুনের কারণ জানার চেষ্টা হবে৷’’
No comments