Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেতন বৃদ্ধির দাবিতে নবান্নে বিক্ষোভ শিক্ষিকাদের, টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেল পুলিশ

বেতন বৃদ্ধির দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ দেখালেন এসএসকে শিক্ষিকারা। বুধবার দুপুর ৩ টেয় প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগে এই বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল নবান্ন চত্বর। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে…

 






বেতন বৃদ্ধির দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ দেখালেন এসএসকে শিক্ষিকারা। বুধবার দুপুর ৩ টেয় প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগে এই বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল নবান্ন চত্বর। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে নবান্নের সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। আটক করা হয় অনেককে। 

বিক্ষোভকারীদের দাবি, ১০ হাজার টাকায় সংসার চলে না। বেতন বাড়ানোর দাবি জানিয়ে বহুবার আবেদন-নিবেদন করেছেন তাঁরা। কিন্তু রাজ্য সরকার কর্ণপাত করেনি। তাই এবার বিক্ষোভে বসার সিদ্ধান্ত। উল্লেখ্য, একই দাবিতে কয়েক মাস আগে বিধানসভার বাইরেও বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। এবার পৌঁছে গেলেন নবান্নে। 

এদিন শুধু নবান্ন নয়, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের এই সদস্যরা বিকাশ ভবন চত্বরেও বিক্ষোভ দেখান। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামে নিখোঁজ পোস্টারও নিয়ে যান তাঁরা। প্রসঙ্গত, মঙ্গলবারও বিকাশ ভবন চত্বরে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। মমতা এবং ব্রাত্যর নামে নিখোঁজ পোস্টারও সেঁটে দিয়েছিলেন বিকাশ ভবনের দেওয়ালে। 

বিক্ষোভকারীদের বক্তব্য, দাবি দাওয়া নিয়ে একাধিকবার বিকাশ ভবন এবং শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু ব্রাত্য বসুর দেখা পাননি। নাগাল পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এদিকে বিভিন্ন কাজে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই একের পর এক পদক্ষেপ করা হচ্ছে। বেতনও বাড়ছে না। তাই রাজ্য সরকারের টনক নড়াতে এবার নবান্নের সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা।

No comments