Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোট-পরবর্তী হিংসা মামলা তদন্ত করবে সিবিআই নির্দেশ দিলেন হাইকোর্ট

ভোট পরবর্তী অশান্তির মামলায় সিবিআইকে তদন্ত ভার দিল হাইকোর্টের বৃহত্তম বেঞ্চ। আজ, বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুতর মামলার তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্…

 





 ভোট পরবর্তী অশান্তির মামলায় সিবিআইকে তদন্ত ভার দিল হাইকোর্টের বৃহত্তম বেঞ্চ। আজ, বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুতর মামলার তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের সিট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে সিট। সৌমেন মিত্র, সুমন বালা-সহ ৩ জনকে নিয়ে সিট গঠন করা হয়েছে।  পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চের নির্দেশ দেওয়া হয়েছে, ছ’সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সিটকে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। তদন্ত প্রক্রিয়ায় রাজ্যকে পুরোপুরি সহযোগিতার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে যে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল রাজ্য সরকার, তার কোনও ভিত্তি নেই বলে জানিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার রায়দানের সময় বিচারপতি জানান, ‘আর কোনও অভিযোগ থাকলে ডিভিশন বেঞ্চে জানাতে হবে। নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হবে। রাজ্য সরকারকে শীঘ্রই ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।’ দুই তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক এই মামলায় যুক্ত হতে চেয়েছিলেন। তাঁদের আবেদনও খারিজ করে দেয় আদালত। ভোট পরবর্তী অশান্তি-মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট ১৩ জুলাই জমা পড়ে কলকাতা হাইকোর্টে। কমিশনের সেই রিপোর্টে বলা হয়েছিল, ‘রাজ্যের যা অবস্থা, তাতে আইনের শাসনের পরিবর্তে শাসকের আইন চলছে।’ রিপোর্টে রাজ্য সরকার, পুলিশ ও প্রশাসনের তীব্র সমালোচনা করা হয়। পাল্টা রাজ্য সরকারের পক্ষ থেকে এই রিপোর্টকে মিথ্যে, পক্ষপাতদুষ্ট হিসেবে উল্লেখ করা হয়। এদিন আদালতের কার্যত জাতীয় মানবধিকার কমিশনের রিপোর্টকেই মান্যতা দিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

 


No comments