করোনা মহামারি ও প্রাকৃতিক দূর্যোগের কারনে,সেভাবে রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হয়নি।ফলে রাজ্যের পাশাপাশি জেলায় জেলায় রক্ত সংকট দেখা দিয়েছে।এই পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবিরের উ…
করোনা মহামারি ও প্রাকৃতিক দূর্যোগের কারনে,সেভাবে রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হয়নি।ফলে রাজ্যের পাশাপাশি জেলায় জেলায় রক্ত সংকট দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছে।
এবার রক্ত সংকট দূর করার লক্ষ্যে এগিয়ে এলো হলদিয়ার এক স্বেচ্ছাসেবী সংস্থা।
৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাককালে শনিবার স্বর্গীয় রবীন্দ্রনাথ দাসের স্মৃতির উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় হলদিয়ার ব্রজলালচক মোড়ে।
এলাকায় এক সংস্থা কুমারপুর জাতীয় সমাজ কল্যাণ সংঘের আয়োজনে ওই রক্তদান শিবিরে সরকারি কোভিড স্বাস্থ্য বিধি মেনে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করে।
এছাড়াও বস্ত্র বিতরণ,চারাগাছ বিতরণ,কুইজ,বির্তক সহ গুনীজন সংবর্ধনা সভার আয়োজনও করা হয়।
সংস্থার সম্পাদক আবুজার গফ্ফারী জানান এবার স্বাধীনতা দিবসের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে এই এলাকার প্রবীণ স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ দাসের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবং করোনা আবহে মূমুর্ষ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
No comments