Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলার চার পুলিশ আধিকারিক বদলি

পূর্ব মেদিনীপুরের চার সাব ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিককে আচমকাই একসঙ্গে বদলি করা হল উত্তরবঙ্গে। এর মধ্যে দু’জনকে পাহাড়ে এবং দু’জনকে উত্তরবঙ্গের অন্য দুই জেলায় বদলি করা হয়েছে। একসঙ্গে চার জনকে এমন ভাবে বদলি নজিরবিহীন বলেই…

 




 




পূর্ব মেদিনীপুরের চার সাব ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিককে আচমকাই একসঙ্গে বদলি করা হল উত্তরবঙ্গে। এর মধ্যে দু’জনকে পাহাড়ে এবং দু’জনকে উত্তরবঙ্গের অন্য দুই জেলায় বদলি করা হয়েছে। একসঙ্গে চার জনকে এমন ভাবে বদলি নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে।সাব ইনস্পেক্টর অজয় কুমার মিশ্রকে পাঠানো হচ্ছে কালিম্পংয়ে। সাব ইনস্পেক্টর পার্থ বিশ্বাসকে পাঠানো হচ্ছে দার্জিলিঙে।এ ছাড়া সাব ইনস্পেক্টর প্রণব রায়কে কোহবিহার এবং সাব ইনস্পেক্টর রাজা মণ্ডল যাচ্ছেন দক্ষিণ দিনাজপুরে। বহু বছর ধরেই ওই চার আধিকারিক পূর্ব মেদিনীপুরের একাধিক থানার অফিসার ইন চার্জ দায়িত্ব সামলেছিলেন। এর মধ্যে অজয় কর্মজীবনের একটি বড় অংশই নন্দীগ্রাম থানায় কাটিয়েছেন। শুভেন্দু অধিকারী সাংসদ এবং রাজ্যের মন্ত্রী থাকাকালীন সময়ে অজয় নন্দীগ্রামের ওসি-র দায়িত্ব সামলেছিলেন। শুভেন্দু ঘনিষ্ঠ হিসাবেই তিনি পুলিশমহলে পরিচিত ছিলেন। সূত্রের খবর গত কাল ও একটু বদলি সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছিল। ২৪ ঘন্টা  অন্তরে আবার নতুন এই নির্দেশিকা ঘিরে শুরু গুঞ্জন জেলার পুলিশ মহলে।

No comments