তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনল খোদ তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজনারায়ণ মান্নার বিরুদ্ধে এইদিন অনাস্থা আনা হয়। সরানো হয় প্রধানকে। জানা গিয়েছে মোট পঞ্চায…
তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনল খোদ তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজনারায়ণ মান্নার বিরুদ্ধে এইদিন অনাস্থা আনা হয়। সরানো হয় প্রধানকে। জানা গিয়েছে মোট পঞ্চায়েত সদস্য সংখ্যা ১৮। তৃণমূল ১৪ ও বিরোধী ৪ পঞ্চায়েত সদস্য । কিন্তু বর্তমান তৃণমূলের ১১ জন সদস্য ভোটাভুটিতে জয়লাভ করে। প্রধানের বিরুদ্ধে অনাস্থা গৃহীত হয়। এই দিন ব্লক তৃণমূলের সম্পাদক রাজকুমারী দুয়ারী বলেন উনার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে আমরা চাই কলঙ্ক বিহীন এক ব্যক্তিকে যে আমাদের এলাকার সাধারন মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ মেনে সাধারণ মানুষের জন্য কাজ করবে, যদিও এই বিষয় নিয়ে গোষ্ঠী কোন্দল এর কথা বলা হলেও কার্যত এড়িয়ে যান ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজকুমার দুয়ারী। পাশাপাশি BDO কৌশিক রায় বলেন সম্পূর্ণভাবে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে এইদিন ভোটাভুটি সম্পন্ন হয়, তবে এই ভোটাভুটিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল পুলিশ বাহিনী।
No comments