পূর্ব দিনীপুর জেলার মহিষাদল ব্লকের গড় কমলপুর গ্রাম পঞ্চায়েতের" দুয়ারে সরকার "এর প্রথম দিন । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের " লক্ষীর ভান্ডার" প্রকল্পে আবেদন করার জন্য মহিষাদল কুমুদিনী ড…
পূর্ব দিনীপুর জেলার মহিষাদল ব্লকের গড় কমলপুর গ্রাম পঞ্চায়েতের" দুয়ারে সরকার "এর প্রথম দিন । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের " লক্ষীর ভান্ডার" প্রকল্পে আবেদন করার জন্য মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে মহিলাদের ভিড় সকাল থেকে দেখা যায়। একেবারে সামনে মহিষাদল ব্লকের বিডিও অফিস রয়েছে। বিডিও যোগেশ চন্দ্র মন্ডল এবং জয়েন্ট বিডিও বনমালী হালদার সকালে পৌঁছে যান কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে । মাদার্স রুম বানিয়ে দেওয়া রয়েছে ।সেই রুমটিতে উপস্থিত মায়েরা তাদের কো লের শিশু সন্তানটিকে সাময়িক মাতৃস্নেহে যত্ন করার জন্য ব্যবহার করবেন। এই ব্যবস্থা টি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছে। বলে জানিয়েছেন প্রধান প্রদীপ কুমার জানা । প্রদীপ বাবু আরো জানান, উপস্থিত মহিলাদের ফরম পূরণের সুবিধার জন্য চারটি টেবিল করে দেওয়া রয়েছে ।কন্যাশ্রী মেয়েরা ,সেল্ফ হেল্প গ্রুপ এর মহিলারা, আশা কর্মী ।
No comments