রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত সিপিআইএমের প্রাক্তন অঞ্চল প্রধান তথা বর্তমানে সিপিআইএমের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য মধুমিতা দোলুই। তিনি অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত …
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত সিপিআইএমের প্রাক্তন অঞ্চল প্রধান তথা বর্তমানে সিপিআইএমের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য মধুমিতা দোলুই। তিনি অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত অমৃত বেরিয়া গ্রামের এক নম্বর ও দুই নম্বর বুথের নির্বাচিত সদস্য। আজকে দুয়ারে সরকার এর ক্যাম্পটি অমৃত বেড়িয়া তিলোত্তমা সাবিত্রী গার্লস হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মহিষাদল সিপিআইএমের লোকাল কমিটির 2 ,3 জন সদস্য উপস্থিত ছিলেন। নিতাই চন্দ্র অধিকারী, প্রফুল্ল চন্দ্র মাল ও মধুসূদন মল্লিক । তারা এই ক্যাম্পে উপস্থিত হয়ে এলাকার মহিলাদের লক্ষী ভান্ডার এর ফরম পূরণ করে দিচ্ছেন। দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে উপস্থিত মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস ,মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল এবং জয়েন্ট বিডিও বনমালী হালদার ,গ্রাম প্রধান মনিমালা প্রামানিক প্রমূখ। আজ অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার এর প্রথম দিনে ভোর চারটা থেকে মহিলাদের ভিড় উপচে পড়েছে স্কুল প্রাঙ্গনে।
No comments