Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েতে "দুয়ারে সরকার "এর প্রথম দিনেই ভোর চারটা থেকে এ সে উপস্থিত কাবেরি , উমা ও ছন্দা দাস

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার২৩ আগস্ট সোমবার, অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েতে "দুয়ারে সরকার "এর  প্রথম দিনেই ভোর চারটা থেকে এ সে  উপস্থিত  অমৃত বেরিয়া তিলোত্তমা সাবিত্রী গা…

 


  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার২৩ আগস্ট সোমবার, অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েতে "দুয়ারে সরকার "এর  প্রথম দিনেই ভোর চারটা থেকে এ সে  উপস্থিত  অমৃত বেরিয়া তিলোত্তমা সাবিত্রী গার্লস হাইস্কুলের সামনে লাইনে দাঁড়ানোর জন্য  Bar Amrit Beria গ্রামের এক নম্বর বুথের বাসিন্দা কাবেরি দাস,  উমা দাস ও ছন্দা দাস। তাদের বক্তব্য বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের দিদি আমাদের কে প্রতিমাসে 500 টাকা দেওয়ার জন্য বলেছিলেন লক্ষী ভান্ডার প্রকল্পে ।তাই আজকে আবেদন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। খুবই ভালো লাগছে ,সাময়িকভাবে একটু কষ্ট হচ্ছে ।কিন্তু দিদিতো আমাদের কে যে কথাটা বলেছিলেন ।তিনি গ্রাম বাংলার মহিলাদের জন্য কথা রেখেছেন। তার জন্য আরো ভীষণ  --ভীষণভাবে ভালো লাগছে।  আজকে দিদি কথা রাখার জন্য ,আমরা গ্রাম বাংলার মহিলারা  এখানে এসে দাঁড়িয়েছি লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য।

No comments