Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্ধু হলেই পুরন হবেনা বন্ধুত্বের পুর্ন দাবী, হতে হবে বন্ধুর মতো বন্ধু- স্বর্ণেন্দু শেখর দাস

১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায়, ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল অগাস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপরই জীবনের নানা…

 




১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায়, ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল অগাস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যেই আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে অগাস্টের প্রথম রবিবারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

 বন্ধু... কথাটি খুব ছোট্ট হলেও গভীরতা আকাশ সমান বিশাল । জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নই । চলার পথের বন্ধুর রাস্তা গুলো বন্ধু বিনে চলা প্রায় অসম্ভব। তাই শুধু বন্ধু হলেই পুরন হলেই হবেনা বন্ধুত্বের পুর্ন দাবী, হতে হবে বন্ধুর মতো বন্ধু। কথায় আছে Friends Never Die. বন্ধু কখনো মরেনা।* আজকের এই বিশেষ দিনে, আপনার অকৃত্তিম বন্ধুত্বের জন্য কৃতজ্ঞতা জানাই 


বন্ধু মানে,

তীব্র শীতে এক চিলতে রোদ্দুর।

বন্ধু মানে,

টিনের চালে বৃষ্টি টুপুর টুপুর।

বন্ধু মানে,

সব ভুলে যেয়ে আড্ডাখানায় মদ্য।

বন্ধু মানে,

ছন্দ বিহীন সুর-বেসুরো গদ্য।

বন্ধু মানে,

স্বার্থ ভুলে হাতে হাত রেখে চলা।

বন্ধু মানে,

হঠাৎ দেখায়, ‘কই ছিলি তুই শালা?’

বন্ধু মানে,

এক কাপ চা ভাগাভাগি মারামারি।

বন্ধু মানে,

প্রতিটা সময় ভালবাসা বাড়াবাড়ি।

বন্ধু মানে,

‘এসাইনমেন্টটা তুই করে দেনা ভাই বস!’

বন্ধু মানে,

কঠিন সময়েও নিখাদ হাস্যরস।

বন্ধু মানে,

মধ্যরাতে, ‘দোস্ত, জাফলং যাই চল’।

বন্ধু মানে,

বন্ধুর শোকে অশ্রু টলমল।

বন্ধু মানে,

বেসুরো গলায় সঙ্গীত সাধনা।

বন্ধু মানে,

চেনা মানুষও হয়ে যায় অচেনা।

বন্ধু মানে,

এক্সাম হলে খাতা মেলে ধরা।

বন্ধু মানে,

কারণে অকারণে হাসতে হাসতে মরা।

বন্ধু মানে,

একখানা সিগারেটের টানাটানির সংসার।

বন্ধু মানে,

বিপদের সময় একশো টাকা ধার।

বন্ধু মানে,

অজানা পথে হেটে চলা দুপুর তপ্ত।

বন্ধু মানে,

আমার কবিতায় সংজ্ঞা অসমাপ্ত।

 সবাই কে ফ্রেন্ডশিপ দিবস এর শুভেচ্ছা!! ❤️🙏

No comments