Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রূপনারায়ন নদীর পাড় বরাবর সরকারি খাসজমি গুলিতে একশত দিনের ওয়ার্কার দের দিয়ে মাটির কাজ চলছে

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের বাঁকা গাজীপুর , নাটশাল ১ নম্বর  এবং নাটশাল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রূপনারায়ন নদীর পাড় বরাবর সরকারি খাসজমি গুলিতে একশত দিনের ওয়ার্কার  দের দিয়ে মাটির কাজ চলছে। এবং অমৃত বেড়িয়…

 




পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের বাঁকা গাজীপুর , নাটশাল ১ নম্বর  এবং নাটশাল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রূপনারায়ন নদীর পাড় বরাবর সরকারি খাসজমি গুলিতে একশত দিনের ওয়ার্কার  দের দিয়ে মাটির কাজ চলছে। এবং অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ভো ল  সারা মিতালী সংঘের মাঠের কাছে সরকারি খাসজমি গুলিতে একশত দিনের ওয়ার্কারকে দিয়ে কাজ চলছে ম্যানগ্রোভ চারা রোপণের জন্য। লাগানো হবে জেলা প্রশাসনের নির্দেশে ব্লক প্রশাসনের উদ্যোগে ম্যানগ্রোভ চারা রোপন। বলে জানিয়েছেন মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল। বুলবুল , আয়লা , আম্ফান ও ইয়াস, একের পর এক ঘূর্ণিঝড়ের ধাক্কায় তছনছ  হয়েছিল এই সব এলাকার বাড়িঘর ,  পান চাষিদের পান বরজ , বড় বড় গাছ,  ইলেকট্রিক পোস্টার ভেঙ্গে চুরমার হয়ে যায়, বিদ্যুতের তার ছিঁড়ে একাকার হয়ে গিয়েছিল। ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে সুরক্ষার পাঁচিল হয়ে দাঁড়িয়ে থাকবে এই ম্যানগ্রোভ অরণ্য । বলে জানান মহিষাদলের বিডিও  যোগেশ চন্দ্র মন্ডল। তিনি আরো জানান , এই ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে প্রহরীর ভূমিকা নেবে ম্যানগ্রোভ অরণ্য। মাটির বাঁধ বাঁচানোর বড় উদ্যোগ । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুলবুল, আয়লা, আম্ফান ও  যশের পর এই ম্যানগ্রোভ চারা রোপণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে। খুব শীঘ্রই ম্যানগ্রোভ চারা রোপণ করা হবে এবং এলাকার বহু  একশত দিনের ওয়ার্কাররা কাজ পাবে।

No comments