Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন ৪০০ সেভিংস একাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অমৃত বেরিয়া শাখা । জুন মাস থেকে আজ পর্যন্ত নতুন সেভিংস অ্যাকাউন্ট পাস বই প্রায় ৪০০ জন  পুরুষ এবং মহিলাদের  হাতে দিতে পেরেছেন। মহিষাদল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অমৃত বেরিয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার  অজয় …

 





পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অমৃত বেরিয়া শাখা । জুন মাস থেকে আজ পর্যন্ত নতুন সেভিংস অ্যাকাউন্ট পাস বই প্রায় ৪০০ জন  পুরুষ এবং মহিলাদের  হাতে দিতে পেরেছেন। মহিষাদল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অমৃত বেরিয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার  অজয় কুমার দে আরো জানান, এইসব নতুন একাউন্ট হোল্ডার এর মধ্যে সবচেয়ে বেশি মহিলাদের একাউন্ট খোলা হয়েছে। তাদের সবার উদ্দেশ্য সরকারের ঘোষিত "লক্ষীর ভান্ডার " প্রকল্পে আবেদন করার জন্য। বেশ কিছু নতুন একাউন্ট খোলা হয়েছে ইতিমধ্যেই ১০০ দিনের কাজের জন্য এবং বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা পাওয়ার জন্য একাউন্ট হোল্ডারদের। এই অমৃত বেরিয়া পিএনবি( P NB ) শাখাতে নতুন সেভিংস পাস বই খোলার জন্য নন্দকুমার , মহিষাদল , নারায়ণপুর ও ব্যবত্তারহাট  বিভিন্ন জায়গা থেকে মানুষজন ভিড় জমিয়েছে। তাদেরকে ব্যাংকের পক্ষ থেকে আমরা পরিষেবা দিতে পেরেছি। সকলকে ধন্যবাদ জানান ব্যাঙ্ক ম্যানেজার অজয় কুমার দে।

No comments