যতই বাড়ুক বয়স তবু বুড়ো হয়ে মরব না,এমনি করেই কাটিয়ে যাব পরিশেষে যা পাই পাব,যোগ বিয়োগের অঙ্ক খাতা নতুন করে খুলব না।এলাম চলে যে পথ ধরে সেই পথে কি রইল পড়ে,খুঁজার তরে আবার ফিরে পিছন পানে চাইব না।সামনে যে পথ আছে আঁকা তাতেই যাহা আছে লেখ…
যতই বাড়ুক বয়স তবু বুড়ো হয়ে মরব না,
এমনি করেই কাটিয়ে যাব পরিশেষে যা পাই পাব,
যোগ বিয়োগের অঙ্ক খাতা নতুন করে খুলব না।
এলাম চলে যে পথ ধরে সেই পথে কি রইল পড়ে,
খুঁজার তরে আবার ফিরে পিছন পানে চাইব না।
সামনে যে পথ আছে আঁকা তাতেই যাহা আছে লেখা,
তারই তরে এগিয়ে যাব পতন হলেও কাঁদব না,
যতই বাড়ুক বয়স তবু বুড়ো হয়ে মরব না।
No comments