দীর্ঘ ১৫বছর প্রতীক্ষার পর পূর্ব মেদিনী পুর জেলায় চাকুরী প্রার্থী ৮৩ জনকে প্রাথমিক শিক্ষকএর নিয়োগপত্র দিলো পূর্ব মেদিনী পুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।আজ তামলুকে ভারপ্রাপ্ত সংসদ চেয়ারম্যান তথা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শুভাশিস ম…
দীর্ঘ ১৫বছর প্রতীক্ষার পর পূর্ব মেদিনী পুর জেলায় চাকুরী প্রার্থী ৮৩ জনকে প্রাথমিক শিক্ষকএর নিয়োগপত্র দিলো পূর্ব মেদিনী পুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।আজ তামলুকে ভারপ্রাপ্ত সংসদ চেয়ারম্যান তথা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র র স্বাক্ষরিত নিয়োগপত্র পেয়ে খুশি চাকুরি প্রার্থীরা ।তারা ২০০৬ সালে আবেদন করছিল প্রাথমিক চাকরিতে নিয়োগের জন্য কিন্তু তারা পি.টি.টি.আই. প্রশিক্ষণপ্রাপ্ত নন বলে প্যানেলে অন্তর্ভুক্ত হতে পারে নি।আন্দোলন ও শেষে আইনের আশ্রয় নিয়ে সুপ্রিমকোর্টের আদেশে নিয়োগপত্র দিতে বাধ্য করে রাজ্য সরকারকে।তারই পরিপ্রেক্ষিতে আজ ৮৩ জন চাকুরিপ্রার্থীকে বাড়ির কাছাকাছি বা হোমব্লকে প্রাথমিক স্কুলের শিক্ষক পদের নিয়োগপত্র দেন সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।শিক্ষাসংসদের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক অরূপ কুমার ভৌমিক বলেন,'সমিতির পক্ষ থেকে প্রাথমিক শিক্ষকরা কাছাকাছি বিদ্যালয়ে এবং দীর্ঘ লড়াইয়ের পর কোর্টের নির্দেশে চাকরি পেয়েছে ।আমরা সাধুবাদ জানাই'।
No comments