Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাঝ বয়সী যুবকের ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়

বুধবার সাত সকালে ২৪ বছর বয়সী তরতাজা যুবকের মৃত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাড়কাশমিলি গ্রামে।গ্রামের বাসিন্দা গুরুকান্ত বেজের মেজো ছেলে মহেশ্বর বেজ।এই তরতাজা যুবক কর্মসূত্রে হায়দ্রাবাদ-এ প্যান্ডেলে কাজ করে।আগামী পরশু যার হায়দ্রাবাদ যা…

 







বুধবার সাত সকালে ২৪ বছর বয়সী তরতাজা যুবকের মৃত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাড়কাশমিলি গ্রামে।গ্রামের বাসিন্দা গুরুকান্ত বেজের মেজো ছেলে মহেশ্বর বেজ।এই তরতাজা যুবক কর্মসূত্রে হায়দ্রাবাদ-এ প্যান্ডেলে কাজ করে।আগামী পরশু যার হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল।ভোর ৬ টা নাগাদ নিজের বৌদি বাড়ি থেকে কিছু দূরে কলা জঙ্গলের পাশে খিরিশ গাছে পরিপাটি পোশাক পরা অবস্থায় প্রথম দেখতে পায়।পরে তার চিৎকারে পরশি রা ছুটে আসেন এবং দেখেন মাটি থেকে সামান্য উপরে ঝুলন্ত অবস্থায় আছে  মহেশ্বর ।ফাঁসি তে ঝোলার অবস্থা দেখে সকলের সন্দেহ হয়।পেছন থেকে দুটো হাত বাঁধা, পা দুটো লতা দিয়ে বাঁধা, দড়ি টা ছিল প্যান্ডেলের কাপড় ।বিষয় টি  সন্দেহ  হওয়ায় মারিশদা থানায় খবর পাঠানো হয়।থানার ওসি ঘটনা স্থলে পুলিস ফোর্স নিয়ে এসে মৃতদেহ কাঁথি মহকুমা হাসপাতালে পাঠান পোষ্টম্যাডাম এর জন্য। আগের দিন সন্ধ্যা বেলায় কাকা এবং প্রতিবেশী জামায়ের সঙ্গে বসে মদ্যপান করে বলে জানান প্রতিবেশীরা।তবে কি কারনে আত্মহত্যা করলো বা আদৌ আত্মহত্যা নাকি  অন্য কোনো অভিসন্ধি আছে  তা খতিয়ে দেখছেন মারিশদা থানার  পুলিশ।অফিসার ইনচার্জ সঙ্গে যোগাযোগ করলে জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। মহেশ্বর এর বাবা, মা, বৌদি,বৌমা,কাকা ও পড়শি জামাইকে পুলিশ থানায় নিয়ে যায় ।গ্রামবাসী অনন্ত বেজ  দোষী দের উপযুক্ত শাস্তির দাবী জানান। এই ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তজনা ছড়ায়।

No comments