ক্ষুদিরামের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৪তম অত্যবলিদান দিবস পালিত হলো নান্দকুমার ব্লকের আলসুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ে।আজ সকালে বিদ্যালয়ে ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান করেন প…
ক্ষুদিরামের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৪তম অত্যবলিদান দিবস পালিত হলো নান্দকুমার ব্লকের আলসুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ে।আজ সকালে বিদ্যালয়ে ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রধান শিক্ষক অরূপ কুমার ভৌমিক।পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।কোভিড নিয়ম মেনে চলা এই অনুষ্ঠানে চতুর্থ শ্রেণীর ছাত্রী রাখি অধিকারী ক্ষুদিরামের জীবনী নিয়ে স্মৃতিচারণ করে।অপর ছাত্রী তিথি মাজি সরকারি পাঠ্যপুস্তকে ক্ষুদিরামের জীবনী অন্তর্ভুক্ত করার কথা বলে।বিদ্যালয়ে প্রধান শিক্ষক অরূপ কুমার ভৌমিক বলেন,'বিপ্লবী ক্ষুদিরামের আত্মোৎসর্গের বা ফাঁসি দেওয়ার ঘটনা সমৃদ্ধ কাহিনী খুদে পড়ুয়াদের কাছে তুলে ধরতে সরকারি প্রাথমিক পাঠ্য পুস্তকে জীবনীমূলক প্রবন্ধ অন্তর্ভুক্ত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি'।
No comments