চৈতন্যপুরে এক ছাদের তলায় সমস্ত রকমের জিনিসের সম্ভার নিয়ে এলো সুপ্রীম গ্রোসারী । ১২ ই আগস্ট বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্ম বলিদান দিবসে চৈতন্যপুর ইলেকট্রিক অফিসের সামনেই শোরুমের উদ্বোধন হল। উদ্বোধন করেন বিশিষ্ট ব্…
চৈতন্যপুরে এক ছাদের তলায় সমস্ত রকমের জিনিসের সম্ভার নিয়ে এলো সুপ্রীম গ্রোসারী । ১২ ই আগস্ট বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্ম বলিদান দিবসে চৈতন্যপুর ইলেকট্রিক অফিসের সামনেই শোরুমের উদ্বোধন হল। উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী অশোক ভারতী। কোভিড বিধি মেনে সম দূরত্ব বজায় রেখে মাক্স বিহীন দোকানে প্রবেশ নয় সকলের হাতে স্যানিটাইজার দিয়ে শো রুমে প্রবেশ করলেন জানালেন সুপ্রিম গ্রোসারি প্রোপাইটার কাশীনাথ মন্ডল। উপস্থিত ছিলেন সুপ্রিম গ্রোসারি পরিবারের ছেলে কুন্তল মন্ডল মেয়ে কেকা মন্ডল,শুভশ্রী , এছাড়া চৈতন্যপুর এলাকার সকল শুভানুধ্যায়ী গন ।
No comments