Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জলমগ্ন এলাকা প্রতিকারের দাবিতে ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ!

গত কয়েক দিনের প্রবল বর্ষণ। বেশ কয়েকদিন বিভিন্ন গ্রাম জলমগ্ন। প্রশাসনকে জানানো সত্ত্বেও গ্রাম থেকে জল কমার কোনো সুরাহা না পেয়ে সকাল থেকে হলদিয়া মেছেদা ৪১  নম্বর জাতীয় সড়কের রামতারক এলাকায় দীর্ঘক্ষণ অবরোধ করল বিজেপি কর্মী সমর্থ…

 






গত কয়েক দিনের প্রবল বর্ষণ। বেশ কয়েকদিন বিভিন্ন গ্রাম জলমগ্ন। প্রশাসনকে জানানো সত্ত্বেও গ্রাম থেকে জল কমার কোনো সুরাহা না পেয়ে সকাল থেকে হলদিয়া মেছেদা ৪১  নম্বর জাতীয় সড়কের রামতারক এলাকায় দীর্ঘক্ষণ অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকরা। এই অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে তমলুক থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।তমলুক সংগঠনের জেলা সহ সভাপতি আশীষ মণ্ডল বলেন, শহীদ মাতঙ্গিনী ব্লকে বেশ কয়েকটি অঞ্চলের বিভিন্ন গ্রাম জলমগ্ন। তমলুক ব্লকের বিডিও,এসডিও, ডিএম কে বারবার জানানো সত্ত্বেও কোন সুরাহা পারছিলেন না। বাধ্য হয়ে জাতীয় সড়ক  অবরোধ করেন। বল্লক ২  গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম বর্মন স্বীকার করে নিয়েছেন তাদের বেশ কিছু এলাকা  জলের তলায় আছে এবং তারা গ্রামবাসীদের ত্রাণ দিয়েছেন। সাথে সাথে বিডিও এবং  এসডিওকে  নাসা খাল গুলো সংস্কার করার আবেদন জানিয়েছেন।

No comments