Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প তালুকে পাঁচ টাকায় পেট ভরা খাবার "মা" প্রকল্পে

হলদিয়া বাসীদের জন্য সুখবর, হলদিয়া মহকুমা হাসপাতালের সামনে মা প্রকল্পের শুভ উদ্বোধন। এই মা প্রকল্পের উদ্বোধন করলেন  হলদিয়া মহকুমা শাসক  লক্ষণ পেরুমল ,হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল, হলদিয়া পৌরসভার পৌর পারিষদ স্বপন ন…

 





হলদিয়া বাসীদের জন্য সুখবর, হলদিয়া মহকুমা হাসপাতালের সামনে মা প্রকল্পের শুভ উদ্বোধন। এই মা প্রকল্পের উদ্বোধন করলেন  হলদিয়া মহকুমা শাসক  লক্ষণ পেরুমল ,হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল, হলদিয়া পৌরসভার পৌর পারিষদ স্বপন নস্কর, জয়ন্তি রায়, আজিজুর রহমান আজগর আলী (পল্টু), নারায়ণ প্রামানিক, গোপাল দাস , বিকাশ জানা প্রমূখ ।


মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও হলদিয়া পৌরসভার উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত গরীব ও মেহনতি মানুষের জন্য ব্যবহারের উদ্দেশ্যে মা প্রকল্প। 

ডাল ,সবজি ও ডিম, ভাত দিয়ে শুরু হলো মা কিচেন  প্রকল্পের শুভ উদ্বোধন। সকাল থেকে শুরু হয়েছে কুপন দেওয়ার কাজ। ৫ টাকার বিনিময়ে সকাল থেকেই হলদিয়ার বিভিন্ন ধরনের মানুষ কুপন নেওয়া শুরু করেছে। 

ছয়শত মানুষের জন্য দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থা করা হয়, মা প্রকল্পের প্রথম দিনেই। প্রতহ্য 

সকাল থেকে দুপুর দশটা পর্যন্ত কুপন দেওয়া  হবে এবং বারোটার পর থেকেই খাবার পাওয়া যাবে।

No comments