Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, তৃণমূলের অঞ্চল প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যরা

বিধানসভা ভোটের পরেই একের পর এক অঞ্চলে অনাস্তা প্রস্তাব দেখা গিয়েছিল।কোথাও দলের বিরুদ্ধে কোথাও দল বিরোধী কাজের জন্যই অনস্থা ডাকা হয়েছিল দলেরই আরেকটি গোষ্ঠী বিরুদ্ধে। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা তমলুক ব্লকের পদুমপুর এক নম্বর অঞ্চ…

 








বিধানসভা ভোটের পরেই একের পর এক অঞ্চলে অনাস্তা প্রস্তাব দেখা গিয়েছিল।কোথাও দলের বিরুদ্ধে কোথাও দল বিরোধী কাজের জন্যই অনস্থা ডাকা হয়েছিল দলেরই আরেকটি গোষ্ঠী বিরুদ্ধে। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা তমলুক ব্লকের পদুমপুর এক নম্বর অঞ্চল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলের আর এক গোষ্ঠী।গত পঞ্চায়েত ভোটে ১৫ টি বুথের মধ্যে ১৩টি বুথ জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস। অঞ্চল প্রধান করা হয় রিঙ্কু মাইতিকে। কিন্তু বিধানসভা ভোট শেষ হতেই অঞ্চল প্রধানের বিরুদ্ধে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা অনাস্থা আনলেন। পদুমপুর  অঞ্চলের ৮ জন সদস্য অঞ্চল প্রধান রিঙ্কু মাইতি বিরুদ্ধে সরকারি নির্দেশনামাগুলি না জানিয়ে নিজেই কাজ করে চলেছেন।বারবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করেননি।যে আট সদস্য  প্রধান নির্বাচিত করেছিলেন আজ তারাই প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন। যদিও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি অঞ্চল প্রধান রিঙ্কু মাইতি। যদিও এই নিয়ে পদুমপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি দ্বীপ নারায়ণ সাহুর মন্তব্য যারা অনাস্থা প্রস্তাব এনেছে তারা দল বিরোধী কাজ করেছে। এই অনাস্থায় দল সহমত পোষণ করেননি। দলকে আমরা জানাবো যারা অনাস্থা এনেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য দলের নেতৃত্ব কে কর্ণপাত করব। কারণ দলকে না জানিয়েই অনাস্থা প্রস্তাব এনেছে ওরা। সব মিলিয়ে অনাস্থা প্রস্তাব ঘিরে আবারো দলের মধ্যে কোন্দল দেখা দিল তমলুক ব্লকে।

No comments