গান্ধীবুড়ি বলে পরিচিত তমলুকের বিপ্লবী মাতঙ্গিনী হাজরাকে অসমের বাসিন্দা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসে জাতীর উদ্দেশে ভাষণের সময় এমনই ভুল করলেন প্রধানমন্ত্রী। লালকেল্লায় নিজের ভাষণে ভারতের স্বাধীনতা সংগ্রামে না…
গান্ধীবুড়ি বলে পরিচিত তমলুকের বিপ্লবী মাতঙ্গিনী হাজরাকে অসমের বাসিন্দা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসে জাতীর উদ্দেশে ভাষণের সময় এমনই ভুল করলেন প্রধানমন্ত্রী। লালকেল্লায় নিজের ভাষণে ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদানের কথা বলছিলেন মোদী। সেই সময় ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ থেকে শুরু করে মাতঙ্গিনীর নাম উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তখনই তিনি বলেন মাতঙ্গিনী অসমের বাসিন্দা। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। মোদীকে কটাক্ষ করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। বাংলার বীর শহিদ মাতঙ্গিনী হাজরাকে অসম নিবাসী ‘বানিয়ে’ দেওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছে বিজেপি। ইতিমধ্যেই এই মন্তব্যটি নিয়ে হাসির খোরাক বানিয়ে ফেলেছেন নেটিজেনরা। এরপর ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ে রাজ্য বিজেপি। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, এটা বাংলার প্রতি অপমান। প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। ফিরহাদ হাকিম জানান, স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দিতে জানেন না বিজেপি নেতারা। তাঁরা শুধু জানেন বিভাজনের রাজনীতি করতে। তবে এটিকে ‘ছোটখাটো ভুল’ বলেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, ভারতবর্ষে হাজার হাজার এরকম মহাপুরুষ এসেছেন। তাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন কোনও কারণে ছোটখাটো ভুল হতেই পারে। তাই এটাকে বড় করে দেখার দরকার নেই।
No comments