Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এই সাক্ষাৎ একদিকে যেমন সৌজন্যমূলক সাক্ষাৎ তেমনি অপর দিকে জগৎজোড়া ব‍্যাপ্তি উভয়ের রয়েছে পৃথক পৃথক ক্ষেত্রে ।তবুও যেন একটা যোগ সূত্র খুঁজে পাওয়া যায় উভয়ের মধ্যে ।দুজন দুটি ক্ষেত্রে জগৎজোড়া বিচরণ করলেও উভয়ের লক্ষ এক ও অভিন্ন…

 




এই সাক্ষাৎ একদিকে যেমন সৌজন্যমূলক সাক্ষাৎ তেমনি অপর দিকে জগৎজোড়া ব‍্যাপ্তি উভয়ের রয়েছে পৃথক পৃথক ক্ষেত্রে ।

তবুও যেন একটা যোগ সূত্র খুঁজে পাওয়া যায় উভয়ের মধ্যে ।

দুজন দুটি ক্ষেত্রে জগৎজোড়া বিচরণ করলেও উভয়ের লক্ষ এক ও অভিন্ন তা হল মানুষের জন্য কাজ করা এবং আর্ত মানুষের সেবাতে মগ্ন হওয়া ।

মানুষ হিসেবে জন্মগ্রহণ করা একটা বড় সৌভাগ্যের ।

তাই প্রতিটি মানবজীবনকে দুঃখ কষ্ট ও বেদনা যন্ত্রণা থেকে এবং অসহায় মানুষদের  জীবনে একটু স্বস্তি এনে দেওয়ার ক্ষেত্রে উভয়েই পৃথক পৃথক পথ অবলম্বন করে কাজ করে গেছেন ।

শুধু সৌজন্যমূলক সাক্ষাৎ নয় , পরস্পরের উপলব্ধি আদান-প্রদান হয়েছে ।

মানুষের সেবায় যারা যুক্ত থাকেন তারা সব সময় পথ খুঁজে বেড়ান , কিভাবে আরো বেশি করে মানুষের কল্যাণ সাধন করা যায় ।

আত্ম মানুষের সেবায় স্বামী বিবেকানন্দ যে দর্শন বিশ্বব্যাপী মানুষের কাছে তুলে ধরেছেন আমাদের সকলের মাদার টেরিসা সেই কাজ সফলভাবে ভারতবর্ষসহ পৃথিবীর আরো 133 দেশে সেবার কাজ চালিয়ে গেছেন ।

শ্রীমতি ইন্দিরা গান্ধী এশিয়ার মুক্তি সূর্য হিসাবে তিনি একাধিক দেশে মানবকল্যাণে কাজ করে গেছেন তার জন্য তাকেও শ্রদ্ধা নিবেদন করছি ।মাদার টেরিসা লহ প্রণাম ।

No comments