আজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্বমেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা বিদ্যালয় সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র এর কাছে ডেপুটেশন দিল। উপস্থিত ছিলেন সমিতির রাজ্য কমিটির সহ সভাপত…
আজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্বমেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা বিদ্যালয় সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র এর কাছে ডেপুটেশন দিল। উপস্থিত ছিলেন সমিতির রাজ্য কমিটির সহ সভাপতি প্রণবানন্দ দাস , জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী অরূপ কুমার ভৌমিক , কোষাধ্যক্ষ গঙ্গানারায়ন জানা , রামকৃষ্ণ শীট ,গোবিন্দ দলই প্রমুখ ।দাবিগুলির মধ্যে বিষয় গুলো ছিল , অবিলম্বে সংসদের চেয়ারম্যান স্থায়ী ভাবে নিয়োগ করতে হবে। পেনশনের কাজ দ্রুত করা, বকেয়া পেনশনের কাজ ( রিভাইজড) দ্রুত সম্পন্ন করা।
জেলা শাখার সাধারণ সম্পাদক অরূপকুমার ভৌমিক বলেন, দীর্ঘ ছয় মাস সংসদ চেয়ারম্যান নেই, জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পেনশনের কাজ বিভিন্ন কারণে আটকে দেওয়া হচ্ছে। এর প্রতিকারের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান( মাধ্যমিক ডি আই) এর কাছে ডেপুটেশন দেওয়া হল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয় গুলি বিবেচনার আশ্বাস দেন।
No comments