পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আরাক্ষাধ্যক্ষের উদ্যোগে ও পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী'র পরিচালনায় পটাশপুর-১ ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে আয়োজিত হয় 'দুয়ারে পুলিশ'। মঙ্গলবার এবার- দুয়ারে পুলিশ কর্মসূচির …
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আরাক্ষাধ্যক্ষের উদ্যোগে ও পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী'র পরিচালনায় পটাশপুর-১ ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে আয়োজিত হয় 'দুয়ারে পুলিশ'। মঙ্গলবার এবার- দুয়ারে পুলিশ কর্মসূচির সূচনা করেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। তিনি জানিয়েছেন, পুলিশকে আপনারা ভয় পাবেন না। পুলিশ মানুষের সাথে ও মানুষের পাশে রয়েছে। আপনারা কোন সমস্যায় পড়লে থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হন। এখনও বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষের পুলিশের প্রতি ভয় রয়েছে। কিন্তু আপনারা পুলিশকে দেখে ভয় পাবেন না। কারণ, পুলিশ আপনাদের পাশে ২৪ ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। কোন সমস্যা হলে, পুলিশ আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। পুলিশ আরও বেশি করে মানুষের সেবায় নিয়োজিত হবেন।
পটাশপুরের ওসি দীপক কুমার চক্রবর্তী বলেন, পুলিশ সমাজের বন্ধু , তাই পুলিশ ও সাধারন মানুষের মধ্যে সম্পর্ক ভালো তৈরি করার জন্য বার্তা দিয়েছেন মূখ্যমন্ত্রী। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন এবার দুয়ারে দুয়ারে মানুষের পাশে থাকবেন। পুলিশকে অযথা অকারনে ভয় পায় সাধারন মানুষ, তাই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পুলিশ সাধারন মানুষের পাশে থাকবেন সর্বদাই । এমনটাই বললেন তিনি। উপস্থিত ছিলেন পটাশপুর-১ ব্লকের সহ-সভাপতি পিজুসকান্তি পন্ডা, বড়হাট গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক কুমার মহাপাত্র, সমাজসেবী বিনয় পট্টনায়ক প্রমুখ।
No comments