Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেহাল রাস্তা মেরামতের দাবিতে দীর্ঘ বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে লাগাতার গ্রামবাসী ও ক্লাবের সদস্যরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন

এগরা-২ ও কাঁথি-৩ ব্লকের সীমান্ত জুড়ে ভবানীচক( জিনন্দপুর) থেকে পাহাড়পুর পর্যন্ত ১০ কিমি রাস্তা গত ৭ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। গোটা রাস্তা খানাখন্দভরা ও জলাশয়ের রূপ নিয়েছে। পটাশপুর-২,এগরা-২,কাঁথি-৩ সহ সন্নিহিত ব্লক সমূহের জনসাধা…

 








এগরা-২ ও কাঁথি-৩ ব্লকের সীমান্ত জুড়ে ভবানীচক( জিনন্দপুর) থেকে পাহাড়পুর পর্যন্ত ১০ কিমি রাস্তা গত ৭ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। গোটা রাস্তা খানাখন্দভরা ও জলাশয়ের রূপ নিয়েছে। পটাশপুর-২,এগরা-২,কাঁথি-৩ সহ সন্নিহিত ব্লক সমূহের জনসাধারণের কাঁথি ও এগরা যাওয়ার এই অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার দফারফা অবস্থায় দুর্ভোগের শেষ নেই। অটোরিকশা,মেসিন রিক্সা  টোটো,ট্রেকার,বাস,মিনি লরি ও বড় লরি সহ বিভিন্ন পরিবহন মাধ্যম চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ রাস্তা। পথ দুর্ঘটনায় মানুষের জেরবার অবস্থা। ব্যবসা-বানিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নাভিশ্বাস উঠেছে। জনপ্রতিনিধি ও প্রশাসনিক অাধিকারিক দের অাশ্বাসের উপর মানুষের ভরসা প্রায় উঠে গেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী অাজ সকাল থেকে স্হানীয় বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের সম্মিলিত অাহ্বানে ভবানীচক - পাহাড়পুর রাস্তা জুড়ে অবরোধ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচী চলে। এলাকাবাসী তথা অবোরধকারি অরুনাভ মান্না জানান এই এলাকার একমাত্র যোগাযোগের রাস্তা এটা এখানে  রাস্তার দুপাশে বহু স্কুল সহ প্রসাসনিক দপ্তর রয়েছে ও সাস্থ্য কেন্দ্র থেকে সুরু করে এগরা ও কাথির সঙ্গে এই এলাকার  যোগাযোগের একমাত্র রাস্তা এই রাস্তায় আগে বাস ট্রেকার চলত বহুদিন ধরে বাস চলাচল বন্ধ বর্তমানে টোটো ও  চলাচল করে তাও জিবনের ঝুঁকি নিয়ে চলছিল তাও ধিরে ধিরে বন্ধ হয়ে যাচ্ছে এমত অবস্থায় এলাকাবাসীরা রাস্তাটি সম্পুর্ন  বন্ধ করে দেওয়ার হুসিয়ারি দিয়ে এগরা ও কাথি মহকুমা প্রশাসন সহ জেলা প্রসাসন কে চিঠি পাঠিয়ে ছিল তাই পূর্ব ঘোষণা অনুযাই আজকে পথ অবোরোধ করেছে এলাকাবাসী।

No comments