পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের কাঁসাই নদী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ময়না থানার প্রজাবাড় খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ দিন বিকেল নাগাদ নদীর জলে দেহ ভাসতে দেখেন এলাকার মানুষজন। মৃতদেহের পরনে শুধুমাত্র প্যান্ট রয়েছে। দ…
পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের কাঁসাই নদী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ময়না থানার প্রজাবাড় খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ দিন বিকেল নাগাদ নদীর জলে দেহ ভাসতে দেখেন এলাকার মানুষজন। মৃতদেহের পরনে শুধুমাত্র প্যান্ট রয়েছে। দেহে আঘাত এর চিহ্ন রয়েছে। এলাকাবাসীদের অনুমান, ওই ব্যক্তিকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে অন্য কোথাও। দুপুরের জোয়ারে দেহ ভেসে আসে। খবর পেয়ে ময়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না থানায় নিয়ে আসে।ময়না থানার পুলিশ সূত্রে খবর, দেহ তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
No comments