Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত মোহনবাগান কর্তাও হলদিয়ার বিশিষ্ট ব্যবসায়ী টুটু বোস-র স্ত্রী

ময়দানে ফুটবলে আরো এক দুঃসংবাদ। প্রয়াত হলেন মোহনবাগান ক্লাবের সভাপতি স্বপনসাধন(টোটো) বসুর স্ত্রী শম্পা বসু। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে ময়দানে শোকের…

 




ময়দানে ফুটবলে আরো এক দুঃসংবাদ। প্রয়াত হলেন মোহনবাগান ক্লাবের সভাপতি স্বপনসাধন(টোটো) বসুর স্ত্রী শম্পা বসু। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া নেমে এসেছে।বয়স হয়েছিল ৭০ বছর। স্বপনসাধন বসু এবং পুত্র সৃঞ্জয় বসুর মত ফুটবলে ছিল অগাধ ভালোবাসা। তবে দীর্ঘদিন অসুস্থ থাকার সময়েও ক্লাবের খোঁজ রেখেছেন নিয়মিত। কলকাতার পাশাপাশি দুবাইয়েও চিকিৎসা করানো হয় শম্পাদেবীর। তবে শত চেষ্টাতেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি।টুটু বোস সফল ব্যবসায়ী হয়ে ওঠার পিছনে সবসময়েই স্ত্রী শম্পাদেবীকে কৃতিত্ব দিতেন। হলদিয়া বন্দরে (রিপ্লে কোম্পানি  ক্লিয়ারিং এজেন্ট) কাজ করেন। মোহনবাগান অনুরাগও দুজনকে একই দিকে টেনে এনেছিল। তবে স্ত্রীর অসুস্থতার জন্যই গত কয়েকমাস ক্লাবে সেভাবে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে।শম্পাদেবীর জন্ম ১৯৫১-এর ৭ জুন। রবীন্দ্র অনুরাগিনী ছিলেন। মৃত্যুতে রেখে গেলেন দুই ছেলে, পুত্রবধূ, দুই নাতি এবং এক নাতনিকে।বুধবার সন্ধ্যা সাতটায় বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে আসে শম্পাদেবীর নশ্বর দেহ। এক ঘন্টা থাকার পরে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে। এই সংবাদে হলদিয়া বন্দর এর সঙ্গে যুক্ত হলেন রিপ্লে কোম্পানির শ্রমিক কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


No comments