পূর্ব মেদিনীপুর জেলার তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক ( D ICO ) গিরিধারী সাহা বাবু জানিয়েছেন, গত ইং ১৩ মে ও ২০ মে জেলার যেসকল সাংবাদিকগণ উত্তর সোনামুই উপস্বাস্থ্য কেন্দ্রে কো ভিড টিকার প্রথম ডোজ COVISHIELD ভ্যাকসিন নিয়…
পূর্ব মেদিনীপুর জেলার তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক ( D ICO ) গিরিধারী সাহা বাবু জানিয়েছেন, গত ইং ১৩ মে ও ২০ মে জেলার যেসকল সাংবাদিকগণ উত্তর সোনামুই উপস্বাস্থ্য কেন্দ্রে কো ভিড টিকার প্রথম ডোজ COVISHIELD ভ্যাকসিন নিয়েছিল। তাদেরকে আগামী ১৮ আগস্ট সকাল দশটায় সময় উত্তর সোনামুই উপ-স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। তাই সকল সাংবাদিক বন্ধুদের কে ওই তারিখে উপস্থিত হওয়ার জন্য আবেদন জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক গিরিধারী সাহা।
No comments